আকাশ ঝেঁপে শিলাবৃষ্টি, বসন্ত আগমনে এক অনাবিল প্রাকৃতিক নৈসর্গিক শোভা
সাঁঝ আকাশে শিলাবৃষ্টি (HailStorm Rain)। রাস্তা জুড়ে সমানে শিলা বর্ষণ (Bankura)। অনিন্দ্য এক আনন্দ মাতল বাঁকুড়া। বসন্ত আগমনের বার্তায় যেন মুখরিত চারপাশ (West Bengal Spring)। বৃহস্পতিবার দিনভরই মুখ ভার ছিল আকাশের (Weather Report Bengal)। রোদ আর মেঘের লুকোচুরিও চলছিল সমানে (West Bengal Weather Report)। গোধূলি বেলায় সূর্য অস্তমিত হতেই ঘোর বৃষ্টি। রাস্তা জুড়ে তখন সারি সারি শিলার টুকরো। আকাশের ঘোর ঘন বরিষায় যেন শিলার চাদর।
বিদায় নিয়েছে শীত। এখন বাঙালির বাংলা জুড়ে বসন্ত আনন্দ। বসন্ত মানে কি? অনেকে অনেক কথাই বলেন। কেউ বলেন বসন্ত মানে প্রেম। কেউ আবার বসন্ত মানে মনটা একটু উড়ু মাটির সেঁদো গন্ধে। কেউ আবার ব্যাখ্যা করেন প্রকৃতির রূপ-গন্ধকে এই সময় যেন বেশি করে অনুভব করা যায়। এমন এক আবহে যদি রবীন্দ্র কবির কোনও কবিতার আলিঙ্গণে যদি আকাশ ঝেঁপে আসে বৃষ্টি! তাহলে তো কথাই নেই। যারা প্রকৃতির রূপ-রসকে চেটেপুটে নিতে ওস্তাদ তারা বলে উঠতেই পারেন বাহ! ওস্তাদ, বাহ! আর এই সব মানুষদের জন্য রইল এই ভিডিও। বাঁকুড়ার সাঁঝ আকাশে যেখানে ঘোর ঘন বরিষার মতো হয়ে গেল শিলাবৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যার এই ছবি অবশ্যই যেন মন ভালো করে দেওয়ার মতো। দিনভর ছিল রোদ-মেঘের মধ্যে লুকোচুরি খেলা। খানিকটা যেন বসন্ত বিকেলে প্রেম বিরহে মন খারাপ হয়ে যাওয়ার মতো। কিন্তু সন্ধে নামতেই শিলাবৃষ্টির অমোঘ আনন্দ যেন বার্তা দিল এক আশার, এক উজ্জ্বল-অমোঘ আনন্দের আর প্রকৃতির অপরূপকে চাক্ষুষ করার ধৈর্য।