স্বস্তির সোমবার, আজও রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

রবিবারে সন্ধ্যার গুমোট কেটে যায় রাতের ঝড়বৃষ্টিতে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের বেলায় বৃষ্টি হয়। তাতে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যায়। সোমবারও বৃষ্টির পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস। 

/ Updated: May 02 2022, 12:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবারে সন্ধ্যার গুমোট কেটে যায় রাতের ঝড়বৃষ্টিতে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের বেলায় বৃষ্টি হয়। তাতে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যায়। সোমবারও বৃষ্টির পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস। সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এক নজরে দেখে নিন কলকাতা সহ বেশ কয়েকটি এলাকার তাপমাত্রা। কলকাতা- ২৭ ডিগ্রি সেলসিয়াস। দমদম- ২৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি- ২৪ ডিগ্রি সেলসিয়াস। মালদা- ২৯ ডিগ্রি সেলসিয়াস । বাঁকুড়া- ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ডহারবার- ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস । আগামী ৫ মে পর্যন্ত রাজ্যের আবহাওয়া স্বস্তিজনক থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে পরবর্তী সময়ে আবারও গরম পড়তে পারে। কারণ মৌসমভবন জানিয়েছে মে মাসে এপ্রিলের থেকেও গরম পড়বে।