আলিপুরদুয়ারে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দিলেন বৃহন্নলারা

আলিপুরদুয়ারে ভোট দিল বৃহন্নলা সমাজের মানুষেরা। রবিবার আলিপুরদুয়ার কুড়ি নাম্বার ওয়ার্ডের একটি বুথে ভোট দিতে যান বৃহন্নলা ভোটাররা। স্বাভাবিকভাবেই ভোট দান করতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন তারা।
 

/ Updated: Feb 27 2022, 08:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবাসরীয় সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয় ভোট। অধিকামশ জায়গায়ই ভোট ঘিরে অশান্তির ছবি উঠে আসতে শুরু করে। তবে আলিপুরদুয়ারে এদিন দেখা গিয়েছে একেবারে অন্যরকম ছবি। আলিপুরদুয়ারে ভোট দিল বৃহন্নলা সমাজের মানুষেরা। রবিবার আলিপুরদুয়ার কুড়ি নম্বর ওয়ার্ডের একটি বুথে ভোট দিতে যান বৃহন্নলা ভোটাররা। স্বাভাবিকভাবেই ভোট দান করতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন তারা। গনতান্ত্রিক অধিকারের প্রয়োগ করতে পেরে খুশি তারা। লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের খুশি উগড়ে দেন তারা। প্রিয়া রায় নামে একজন বলেন, আমরা সমাজের মূলধারায় চলে এলাম। গত বিধানসভায় প্রথম ভোট দান করে যে উপলব্ধি হয়েছে এবারের পুরভোটে আরও একবার তেমনই উপলব্ধি হল। এর আগেও বিধানসভা ভোটে ভোট দিয়েছেন তাঁরা। আরও একবার ভোট দিতে পেরে খুশি তাঁরা। সকলে আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব, জানান তাঁরা।