একমাস ধরে বিদ্যুৎহীন গোটা গ্রাম, অভিযোগের পর অভিযোগ , হয়নি কোন সুরাহা
আজ এক মাস ধরে বিদ্যুৎহীন ঝালদার দাতিয়া গ্রাম, অভিযোগ জানিয়েও হয়নি কোন সুরাহা
একমাস ধরে বিদ্যুৎহীন গোটা গ্রাম | ছেলে মেয়ে দের পড়াশুনায় প্রচুর সমস্যা | ঘটনাটি ঝালদা থানার অন্তর্গত দাতিয়া গ্রামের | মোবাইলে চার্জ না থাকার জন্য বাইরের মানুযের সাথে যোগাযোগ ও বিচ্ছিন্ন | সামনে জঙ্গল থাকায় বাড়ছে হাতি সহ বন্য পশুর ভয়ও | বিষয়টি লিখিত আকারে ঝালদা বিদ্যুৎ দপ্তরে জানিয়েও লাভ হয় নি |