টিয়া পাখির খাঁচায় ধরা পড়ল বনবিড়াল, দেখুন ভিডিও

  • রোজ রাতে এলাকায় হাঁসের ফার্মে হানা দিত সে
  • নির্বিচারে হাঁস মেরে চলত ভুরিভোজ
  • অবশেষে ফাঁদে পড়ল 'ঘাতক' বনবিড়াল
  • বিরলপ্রজাতির প্রাণীটিকে বনবিভাগের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দা
     
/ Updated: Jan 04 2020, 07:32 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাতে অন্ধকারে ফার্মে ঢুকে ভুরিভোজ সারত সে, নির্বিচারে মারত হাঁস। অবশেষে টিয়াপাখির খাঁচায় 'ঘাতক' বনবিড়ালকে বন্দি করলেন স্থানীয় বাসিন্দারা। চাইলে প্রাণীটিকে মেরেও ফেলতে পারতেন তাঁরা। কিন্তু তা না করে বনবিড়ালটিকে তুলে দেওয়া দল বনদপ্তরের হাতে।  ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাতিশালা এলাকায়। শনিবার সকালে বনবিড়াল দেখতে এলাকায় ভিড় করেছিলেন বহু মানুষ।