বোনাসের দাবিতে আন্দোলন, কালচিনি চা বাগানের শ্রমিকদের
বোনাস বৈঠকে সিদ্ধান্ত হয় কালচিনি ও রায়মাটাং চা বাগানে ১১% বোনাস হবে এবছর, এতে খুশি নন কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকরা, চা বাগানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে ।
গত ২ সেপ্টেম্বর বোনাস বৈঠকে সিদ্ধান্ত হয় ডুয়ার্সের চা বাগান গুলোতে ২০% বোনাস দেওয়া হবে | কিন্তু আবার বোনাস বৈঠকে সিদ্ধান্ত হয় কালচিনি ও রায়মাটাং চা বাগানে ১১% বোনাস হবে এবছর | এতে খুশি নন কালচিনি ও রায়মাটাং চা বাগানের শ্রমিকরা | চা বাগানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে | শ্রমিকরা ১১% বোনাস মানতে নারাজ | এদিন চা ফ্যাক্টরির সামনে শ্রমিকরা এক ঘণ্টা গেট মিটিং এ সামিল হয় |