কলকাতায় দেখা যাবে পেল্লায় অ্যানাকোন্ডা, কবে থেকে, দেখুন ভিডিও
- আলিপুর চিড়িয়াখানায় এলো চার অ্যানাকোন্ডা ছানা
- মাদ্রাজ থেকে এলো অ্যানাকোন্ডাগুলি
- তৈরি করা হয়েছে বিশেষ ঘর
- পছন্দ অনুযায়ী দেওয়া হবে খাবার
বৃহস্পতিবার সকালে চার- চারটি অন্যাকোন্ডার ছানা এসে পৌঁছল আলিপুর চিড়িয়াখানায়। তবে এই অ্যানাকোন্ডাগুলির জন্ম অবশ্য এ দেশেই। মাদ্রাজ থেকে অ্যানাকোন্ডাগুলি আনা হয়েছে কলকাতায়। নতুন অতিথিদের দেখতে হাজির ছিলেন নতুন দায়িত্ব পাওয়া বনমন্ত্রী ব্রাত্য বসু। আপাতত এক মাস নজরদারিতে রাখার পরে অ্যানাকোন্ডাগুলিকে দর্শকদের সামনে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চিড়িয়াখানার অধিকর্তা আশীষ সামন্ত।
চিড়িয়াখানার তরফে জানা গিয়েছে, এখন চার মাস মতো বয়স অ্যানাকোন্ডাগুলির। দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে এলেও ইয়েলো অ্যানাকোন্ডাগুলি সুস্থই রয়েছে। আপাতত তাই আর মাত্র একমাসের অপেক্ষা। তার পরেই চিড়িয়াখানার অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই অ্যানাকোন্ডাগুলি। অদূর ভবিষ্যতে বুনো কুকুর, নেকড়ে বাঘও চিড়িয়াখানায় আনা হবে বলে জানান বনমন্ত্রী।