জলমগ্ন শহরে মর্মান্তিক দুর্ঘটনা, জলপাইগুড়িতে ভেসে গেলেন যুবক, দেখুন ভিডিও
- জলপাইগুড়ি শহরের ঘটনা
- বুঝতে না পেরে গভীর নালায় পড়ে যান যুবক
- এ দিন সকালে দেহ উদ্ধার
- রবিবার সকালে শহরের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে
কয়েকদিন ধরে টানা বৃষ্টির জের। জলমগ্ন হয়েছিল শহরের রাস্তাঘাট। আর তার মধ্যেই রাতে বাড়ি ফেরার পথে জলমগ্ন হাইড্রেনে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে। জানা গিয়েছে মৃত যুবকের নামবিমল শীল। তিনি জলপাইগুড়ি শহরের সানুপাড়ার বাসিন্দা। নিজের একটি সেলুনে কাজ করার পাশাপাশি ঘুরে ঘুরে লটারির টিকিটও বিক্রি করতেন ওই যুবক। স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাতে বাড়ি ফেরার সময় জলমগ্ন রাস্তায় কোথায় ড্রেন রয়েছে তা বুঝতে পারেননি তিনি। গভীর ড্রেনের মধ্যে প্রবল জলস্রোতেই ভেসে যান ওই যুবক। শহরের দশ নম্বর ওয়ার্ডে কাইয়া লেনের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ দিন সকালে জল কিছুটা কমলে রাস্তার পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
তবে রবিবার সকালে জলপাইগুড়ি শহরের অধিকাংশ জায়গাতেই জল নেমে গিয়েছে। নিচু এলাকাগুলি এবং করলা নদী সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। অনেকেই রাস্তায় আশ্রয় নিয়েছেন। জলপাইগুড়ি জেলার অন্যান্য নদীগুলিতেও জলস্তর কিছুটা কমেছে। তবে বৃষ্টি বাড়লে ফের পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।