ফের অসর্তকতা কাড়ল প্রাণ, রেল লাইনে বসে গেম খেলতে গিয়ে মৃত্যু
রেল লাইনে বসে গেম খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার রাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৪ যুবকের। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধূমডাঙ্গি এলাকার ঘটনা। রেললাইন থেকে উদ্ধার মোবাইল ফোন, হেডফোন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধুমডাঙ্গি স্টেশনের রেল পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, মৃতদের পরিবারের পক্ষ থেকে রাতেই দেহ গুলো রেল লাইনের উপর থেকে নিয়ে গিয়ে দাহ করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। রেল কর্মি শশী কুমার জানান, আপ এবং ডাউনে দুটি ট্রেন আসতেই এই বিপত্তি।
রেল লাইনে বসে গেম খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার রাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৪ যুবকের। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধূমডাঙ্গি এলাকার ঘটনা। রেললাইন থেকে উদ্ধার মোবাইল ফোন, হেডফোন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধুমডাঙ্গি স্টেশনের রেল পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, মৃতদের পরিবারের পক্ষ থেকে রাতেই দেহ গুলো রেল লাইনের উপর থেকে নিয়ে গিয়ে দাহ করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। রেল কর্মি শশী কুমার জানান, আপ এবং ডাউনে দুটি ট্রেন আসতেই এই বিপত্তি।