বিলাশ বহুল বাংলোর দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও
মুকেশ আম্বানি ও নীতা আম্বানি তাদেরে ছেল ছেলে ও বৌমাকে দুবাইয়ে একটি বাংলো উপহার দিয়েছেন।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দুবাইয়ের ঝাঁচকচকে বাংলার দাম কোটি কোটি টাকা। জানুন কী কী রয়েছে
মুকেশ ও নীতা তাদের আদরের ছোট ছেলে ও বৌমাকে দুবাইয়ে যে বাংলো দিয়েছেন তার দাম ৬৫০ কোটি টাকা।
সবমিলিয়ে ১০টি ঘর রয়েছে অনন্ত ও রাধিকার বাংলোতে। আর রয়েছে একটি ব্যক্তিগত বিচ।
৭০ মিটার বিচ রয়েছে দম্পতির ব্যক্তিগত ব্যবহারের জন্য।
বাংলোতে রয়েছে দুটি সুইমিং পুল আর ৭টি স্পা।
বাংলো তৈরি হয়েছে ইতালিয়ান মার্বেল দিয়ে।
বিশ্বের নানা দেশ থেকে দামি দামি আসবাপপত্র এনে নীতা বাংলো সাজিয়েছেন তাঁর ছোট ছেলের জন্য।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে হয়েছিল একমাস আগে ১২ জুলাই। বিয়ের অনুষ্ঠান ছিল বর্ণাঢ্য।
এই সহজ উপায়ে বিনিয়োগ করে পেতে পারেন দ্বিগুণ সুদ
Budget 2024: আয়কর ছাড়ে দারুণ ঘোষণা অর্থমন্ত্রীর, এক নজরে দেখে নিন
কী কী চমক রয়েছে এবারের বাজেটে? দেখে নিন এক ঝলকে
একেবারে জলের দরে এমন স্টক কিনুন যা এক বছরে দেবে দ্বিগুণ রিটার্ন