দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক HDFC থেকে ব্রোকারেজ ফার্ম মোতিলাল ওসওয়াল বেশ আশাবাদী। এর শেয়ারে কেনার পরামর্শ দিয়েছে এবং বড় লক্ষ্যমাত্রা দিয়েছে।
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, HDFC এর শেয়ার ০.১৭% বেড়ে ১,৬৯০ টাকায় বন্ধ হয়েছে।
মোতিলাল ওসওয়াল HDFC ব্যাংকের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে। দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা ২০৫০ টাকা। এই হিসাবে শেয়ার ২১% পর্যন্ত রিটার্ন দিতে পারে।
যেকোনো ধরনের বিনিয়োগের আগে আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিন।