সোমবার, ১৭ ফেব্রুয়ারি সোনার দামে কিছুটা হলেও ভাঁটা পড়েছে।
Business News Feb 17 2025
Author: Parna Sengupta Image Credits:Getty
Bangla
কলকাতায় আজ সোনার দাম কত?
গত বছর পুজোর মরশুমে সোনার দাম কাঁদিয়ে ছেড়েছিল সাধারণ মানুষকে। নতুন বছরে সেই পরিস্থিতি থেকে মুক্তি মিলেছিল।
Image credits: Getty
Bangla
কলকাতায় আজ সোনার দাম কত?
স্বর্ণ ব্যবসায়ীরা আশা করেছিলেন, এ বার বোধ হয় একটু স্থিরতা আসবে সোনা ও রুপোর দামে। কিন্তু সে আশা পূরণ হয়নি।
Image credits: Getty
Bangla
কলকাতায় আজ সোনার দাম কত?
কেন্দ্রীয় বাজেটের সময় থেকেই সোনার দাম চড়তে চড়তে নতুন রেকর্ড গড়েছে। মাঘ-ফাল্গুনের বিয়ের মরশুমে চরমে উঠেছে সোনার দাম।
Image credits: social media
Bangla
কলকাতায় আজ সোনার দাম কত?
সোমবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)
পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৮৫ হাজার ৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)
Image credits: instagram
Bangla
কলকাতায় আজ সোনার দাম কত?
পাকা সোনা বার (খুচরো): ৮৫ হাজার ৪৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)
হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৮১ হাজার ২৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)
রুপো (খুচরো): ৯৬ হাজার ৩০০ টাকা (প্রতি কেজি)
Image credits: social media
Bangla
কলকাতায় আজ সোনার দাম কত?
বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। এই দরের থেকে কিছুটা বেশি খরচ হবে।
Image credits: pinterest
Bangla
কলকাতায় আজ সোনার দাম কত?
কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্ট হলেও বিপণি ভেদে এই মজুরি আলাদা হতে পারে।
Image credits: insta
Bangla
কলকাতায় আজ সোনার দাম কত?
কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম জিএসটি যোগ করে হচ্ছে ৮৮ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে। ২২ ক্যারাটের গয়না সোনার দাম কেবলমাত্র করযোগ করেই সাড়ে ৮৩ হাজারে ছাড়িয়ে যাচ্ছে।