Bangla

ডিমার্ট শেয়ার: কোথায় উঠবে ডিমার্টের শেয়ার, জেনে নিন

ডিমার্ট শেয়ারের দাম বৃদ্ধি সম্পর্কে জানুন বিশদে… 

Bangla

অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেডের শেয়ারে ঊর্ধ্বগতি

অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেডের শেয়ারে দারুণ ঊর্ধ্বগতি। অ্যাভিনিউ সুপারমার্টসের খুচরা দোকানগুলি ডিমার্ট নামে পরিচালিত হয়। শুক্রবার এই শেয়ারে ১৫% ঝড়ো হারে বৃদ্ধি পেয়েছে।

Image credits: Pexels
Bangla

ডিমার্ট শেয়ারের দাম

শুক্রবার অ্যাভিনিউ সুপারমার্টস অর্থাৎ ডিমার্টের শেয়ার বৃহস্পতিবারের ৩,৬১১.১০ টাকার বন্ধ দরের তুলনায় ৩,৮৪০.০০ টাকায় খোলা হয়েছিল। এরপর শেয়ার ৪,১৬০ টাকার উপরে পৌঁছে গিয়েছে।

Image credits: Freepik
Bangla

ডিমার্ট শেয়ারে কেন ঊর্ধ্বগতি

বাজার বিশেষজ্ঞদের মতে এই ঊর্ধ্বগতির পেছনে কারণ হল কোম্পানির আনুমানিকের চেয়ে ভাল ব্যবসায়িক আপডেট। ডিমার্ট অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ১৫,৫৬৫.২৩ কোটি টাকার স্ট্যান্ডেলোন আয় করেছে।

Image credits: Freepik@afzal1212
Bangla

ডিমার্ট শেয়ারের রিটার্ন

ডিমার্টের শেয়ারে এক সপ্তাহে ১৫% রিটার্ন দিয়েছে। ৩ মাসে শেয়ার ১৮% কমেছে। এক বছরে শেয়ার মাত্র ৪% রিটার্ন দিয়েছে। তিন বছরে শেয়ারের রিটার্ন ১৩% নেতিবাচক।

Image credits: Freepik@Flowo
Bangla

ডিমার্টের শেয়ারে বিশেষজ্ঞদের মতামত

স্ট্যান্ডেলোন তৃতীয় ত্রৈমাসিকের আয় আনুমানিকের চেয়ে এক শতাংশ বেশি। দোকানের সংখ্যা বৃদ্ধির ফলে এতে প্রবৃদ্ধি এসেছে। দোকানের সংখ্যা প্রায় ১২% বেড়েছে।

Image credits: Freepik
Bangla

ডিমার্ট শেয়ারের লক্ষ্যমাত্রা

ব্রোকারেজ সংস্থা CLSA অ্যাভিনিউ সুপারমার্টস অর্থাৎ ডিমার্টের শেয়ারের লক্ষ্যমাত্রা ৫,৩৬০ টাকা নির্ধারণ করেছে। প্রতিবেদন অনুসারে, কোম্পানি তার ভালো পারফরম্যান্স অব্যাহত রাখতে পারে।

Image credits: Freepik
Bangla

ডিমার্টে আরও ঊর্ধ্বগতির আশা কেন

CLSA ডিসেম্বর ২০২৪-এ জানিয়েছিল যে ডিমার্ট দ্রুত এগিয়ে চলেছে, কারণ এটির ব্র্যান্ডের উপর ফোকাস রয়েছে, এতে কোম্পানির আয় আরও ভালো হতে পারে।

Image credits: Getty
Bangla

শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ!

শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকির আওতাধীন। বিনিয়োগের আগে আপনার বাজার বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

Image credits: Freepik

Gold: সোনার ভাণ্ডারে বিশ্বে সপ্তম, সঞ্চয় বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

মে মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন ছুটির তালিকা

SBI Life Share Price: এসবিআই লাইফে বিনিয়োগ করে বিরাট লাভের সুযোগ?

PM Kisan Yojana: পিএম কিষান যোজনাতে এই বয়সের আগে টাকা পাওয়া যাবে না?