Bangla

সোনা ভান্ডারে বিশ্বে সপ্তম স্থানে ভারত, কেন আরও সোনা কিনছে আরবিআই?

সারা বিশ্বে সোনা মজুত করার ক্ষেত্রে সপ্তম স্থানে ভারত। তা সত্ত্বেও সোনা কিনে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। দেশে সোনার ভাণ্ডার স্ফীত হচ্ছে।

Bangla

সম্প্রতি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনার ক্রয় বাড়িয়েছে

সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক এবং বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনার ক্রয় বৃদ্ধি করেছে।

Image credits: Freepik- wirestock
Bangla

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫৭.৫ টন সোনা কিনে ভাণ্ডারে রেখেছে

আরবিআই সোনার ক্রয় বেশ বাড়িয়েছে। এটি ২০২৪-২৫ অর্থবর্ষে ৫৭.৫ টন সোনা কিনেছে। এটি ২০১৭ সালের পর থেকে দ্বিতীয় বৃহত্তম বার্ষিক ক্রয়।

Image credits: Freepik
Bangla

গত ৫ বছরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সোনার ভান্ডারে ৩৫% বৃদ্ধি হয়েছে

গত ৫ বছরে আরবিআই-এর সোনার ভান্ডারে ৩৫% বৃদ্ধি পেয়েছে। এটি ২০২০ সালে ৬৫৩ টন থেকে বেড়ে মার্চ ২০২৫ পর্যন্ত ৮৮০ টন হয়েছে।

Image credits: Freepik
Bangla

সোনার ভান্ডারে সপ্তম স্থানে ভারত, ফলে আর্থিক দিক থেকে দেশ স্থিতিশীল

সোনার ভান্ডারের দিক থেকে ভারতের স্থান বিশ্বে সপ্তম। ২০১৫ সালে ভারত দশম স্থানে ছিল। সোনা এখন ভারতের মোট বৈদেশিক মুদ্রার ভান্ডারের ১১.৩৫%। ২০২১ সালে এটি ছিল ৬.৮৬%।

Image credits: Freepik
Bangla

আরবিআই কেন বেশি সোনা কিনছে? কারণ নিয়ে আলোচনা করছেন আর্থিক বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের দামে ওঠা-নামা হচ্ছে। এর ফলে আরবিআই বেশি কিনছে। সোনা বেশি স্থিতিশীল সুরক্ষা প্রদান করে।

Image credits: Freepik
Bangla

মার্কিন ডলারের দাম কমে যাচ্ছে, এই কারণে সোনার উপর ভরসা করছে আরবিআই

ইওয়াই ইন্ডিয়ার প্রধান নীতি নির্ধারক ডি কে শ্রীবাস্তব জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে ডলার সূচক প্রায় ১১০ থেকে কমে এখন ১০০-এর নীচে নেমে এসেছে। তাই আরবিআই সোনা কিনছে।

Image credits: Freepik

মে মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ, দেখে নিন ছুটির তালিকা

SBI Life Share Price: এসবিআই লাইফে বিনিয়োগ করে বিরাট লাভের সুযোগ?

PM Kisan Yojana: পিএম কিষান যোজনাতে এই বয়সের আগে টাকা পাওয়া যাবে না?

PAN-Aadhar: কীভাবে প্যান-আধারের তথ্য সুরক্ষিত রাখবেন? জেনে নিন উপায়