Bollywood

সৌভাগ্যের দরজা খুলল কার কার

প্রভাস থেকে ববি দেওল, রইল কয় তারকার কথা। ২০২৩ সাল এই কয় তারকার জীবনে খুলেছে সৌভাগ্যের দরজা। দেখে নিন তালিকায় আর কে আছে। কার কোন ছবি হল সফল।  

Image credits: instagram

শাহরুখ খান

শাহরুখ খানের জন্য বছরটা বেশ ভাগ্যবানের। চলতি বছরে তিনটি ছবি মুক্তি পায়। পাঠান, জওয়ান এবং ডানকি মুক্তি পায় বক্স অফিসে। সব কয়টি ছবিই কম-বেশি সফল হয়েছে।  

Image credits: instagram

সানি দেওল

সানি দেওলের জন্য বেশ ভাগ্য়বানের। চলতি বছরে বহুদিন পর বক্স অফিসে পা রাখেন সানি দেওল। অ্যানিম্যাল ছবিটি হিট করে বক্স অফিসে। ছবিতে একজন বোবার চরিত্রে দেখা যায় সানি দেওলকে।  

Image credits: instagram

সলমন খান

সলমন খান চলতি বছরে দুটি ছবি মুক্তি পেয়েছে সলমন খানের। কিসিকি ভাই কিসিকি জান ও টাইগার ৩। এই দুই ছবিই জমিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে। 

Image credits: instagram

প্রভাস

প্রভাসের জন্য বছরটা বেশ ভালো। সালার ছবিটি ব্যাপক হিট করেছে এই বছরে। যদিও বছরের মাঝামাঝি মুক্তি পায় আদিপুরুষ। সেই ছবি ঘিরে বিতর্ক হলেও সালার হিট করেছে বক্স অফিসে । 

Image credits: instagram

সানি দেওল

২২ বছর পর মুক্তি পায় গদর ছবির সিক্যুয়েল। এই ছবিতে ফের দেখা দেন সানি দেওল। ছবিটি ব্যাপক হিট করেছে বক্স অফিসে। 

Image credits: instagram

রজনীকান্ত

চলতি বছরে মুক্তি পায় রজনীকান্ত অভিনীত জেলার। এই ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ৭১ বছর বয়সেও ফের হিট দিলেন রজনীকান্ত। 

Image credits: instagram