সতীশ কৌশিক প্রয়াত হন ২০২৩ সালে। মার্চ মাসে প্রয়াত হন অভিনেতা।
Bollywood Dec 23 2023
Author: Sayanita Chakraborty Image Credits:X
Bangla
আদিত্য সিং রাজপুত
টেলিভিশন তারকা আদিত্য সিং রাজপুত প্রয়াত হন চলতি বছরে। মাত্রা ৩২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয়েছিল তাঁর দেহ।
Image credits: X
Bangla
দীনেশ ফড়নিশ
সিআইডি খ্যাত দীনেশ ফড়নিশ প্রয়াত হন ২০২৩ সালে। ৫৭ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা। দীর্ঘদিন অভিনয় করেছেন ছোট পর্দায়।
Image credits: X
Bangla
নীতেশ পান্ডে
অনুপমা সিরিয়াল খ্যাত নীতেশ পান্ডে প্রয়াত হন ২০২৩ সালে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫১। মে মাসে প্রয়াত হন অভিনেতা।
Image credits: X
Bangla
বৈভবী উপাধ্যায়
গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন বৈভবী উপাধ্যায়। মে মাসে প্রয়াত হন ছোট পর্দার এই তারকা।
Image credits: Our own
Bangla
কিংশুক গঙ্গোপাধ্যায়
প্রয়াত হন বাংলা রাণী রাসমণি খ্যাত সিরিয়াল অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের মতো মারণ রোগে ভুগছিলেন। ২২ ডিসেম্বর প্রয়াত হন অভিনেতা।
Image credits: instragram
Bangla
অনুপ মুখোপাধ্যায়
২০২৩ সালে প্রয়াত হলেন অনুপ মুখোপাধ্যায়, সত্যজিৎ-মৃণাল সেনের ছবিতে সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭০।
Image credits: instragram
Bangla
অনুপ ঘোষাল
চলতি বছরে প্রয়াত হন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮। বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ছিলেন অনুপ ঘোষাল।
Image credits: Our own
Bangla
জুনিয়ার মাহমুদ
চলতি বছরের শেষ দিকে প্রয়াত হন জুনিয়ার মাহমুদ। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৭।
Image credits: Instagram
Bangla
গুফি পেন্টাল
গুফি পেন্টাল প্রয়াত হন ৭৮ বছর বয়সে। ৫ জুন প্রয়াত হন অভিনেতা। শকুনি মামার চরিত্রে খ্যাতি পেয়েছিলেন তিনি।