Bangla

ডানকি

চলতি বছরে মুক্তি পেয়েছে ডানকি। রাজকুমার হিরানি পরিচালিত এই ডানকি ছব প্রধান চরিত্রে আছেন বাদশা, তাপসী পান্নু, ভিকি কৌশল সহ আরও অনেকে।   

Bangla

দঙ্গল

২০১৬ সালে মুক্তি পায় দঙ্গল। এই ছবি ব্যাপক হিট করেছিল। আমির খান অভিনীত ছবিটি ব্যাপক হিট করেছিল। 

Image credits: Facebook
Bangla

৮৩

২০২১ সালে বড়দিনের সময় মুক্তি পায় ৮৩। ভারতে ছবির আয় ছিল ১০৯ কোটি। কপিল দেবে বায়োপিক ছিল এই ছবি। ছবির প্রধান চরিত্রে ছিল রণবীর সিং। 

Image credits: Facebook
Bangla

গুড নিউজ

২০১৯ সালে মুক্তি পায় গুড নিউজ। অক্ষয় কুমার, করিনা কাপুর, কিয়ারা আডবানি, দিলজিৎ অভিনীত ছবিটি ব্যাপক হিট করেছিল। ৩১৮ কোটি আয় করেছিল ছবিটি।  

Image credits: Facebook
Bangla

দাবাং ৩

দাবাং ৩ মুক্তি পায় ২০১৯ সালে। ২৩১ কোটি আয় করেছিল ছবিটি। সলমন খান অভিনীত ছবিটি ব্যাপক হিট করেছিল। 

Image credits: Facebook
Bangla

জিরো

২০১৮ সালে মুক্তি পায় জিরো। এই ছবিটিও মুক্তি পেয়েছিল বড়দিনের সময়। 

Image credits: Facebook
Bangla

টাইগার জিন্দা হ্যায়

টাইগার জিন্দা হ্যায় মুক্তি পায় ২০১৭ সালে। ৫৬৪ কোটির বেশি আয় করেছিল টাইগার জিন্দা হ্যায় ছবিটি। 

Image credits: Facebook
Bangla

মর্দানি ২

মর্দানি ২ মুক্তি পায় ২০১৯ সালে। রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবি ব্যাপক সাড়া ফেলেছিল। 

Image credits: Facebook
Bangla

সার্কাস

সার্কাস মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ৬১.৪৭ কোটি আয় করেছিল ছবিটি। রণবীর সিং-কে দেখা গিয়েছিল ছবির প্রধান চরিত্রে। 

Image credits: Facebook
Bangla

সিম্বা

সিম্বা মুক্তি পায় ২০১৮ সালে। ছবিটি মুক্তি পায় বছরের শেষের দিকে। 

Image credits: Facebook

Year Ending 2023: বলিউড ও টলিউডে চলতি বছরে প্রয়াত হয়েছেন এই ১০ তারকা

এই কয়টি Low Budget ছবি ব্যাপক আয় করেছে ২০২৩ সালে, দেখে নিন কী কী

শাহরুখ-সলমন নন, ২০২৪-এ বক্স অফিসে পা দেবেন এই ছয় তারকা

পারিশ্রমিক থেকে সম্পত্তি- জন্মদিনে রইল রজনীকান্ত সম্পর্কে অজানা কথা