প্রকাশ্যে এসেছে ওএমজি ২ ছবির টিজার।
অক্ষয় ছাড়াও ছবিতে থাকছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী-সহ আরও অনেকে।
OMG ছবি মুক্তির প্রায় ১১ বছর পর আসছে সিক্যুয়েল ছবি।
OMG ছবিতে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল অক্ষয়কে। এবার তিনি দেখা দেবেন শিবের অবতারে।
মাথায় জটা গলায় রুদ্রাক্ষ পরে দেখা গিয়েছে অক্ষয়কে।
ছবির জন্য আমিষ খাওয়া ছেড়েছিলেন অক্ষয়।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছবির চুক্তি সাক্ষর করার পরও তিনি ছেড়েছিলেন আমিষ খাবার।
এবারও শিবের অবতারে অভিনয় করবেন বলে একেবারে ত্যাগ করেছে আমিষ খাবার।
১১ অগস্ট মুক্তি পাবে ওএমজি ২।
মিনিট প্রতি ১ কোটি, দেখে নিন আইটেম ডান্স করতে মোট কত টাকা নিলেন উর্বশী
দেখে নিন Jawan ছবির জন্য কোন তারকার পকেটে ঢুকল কত কোটি
সকল ছবি সুপার হিট, দেখে নিন কোন পরিচালকে ঝুলিতে নেই একটিও ফ্লপ ছবি
একাধিক বিচ্ছেদ থেকে ধর্ষণের মামলা, ইন্দ্র কুমারের জীবন জুড়ে বিতর্ক