Bangla

২১ টি ছবি, ১৭ টি হিট, ৬ দিনে ১০০০ কোটি আয়

আল্লু আল্লু অর্জুনের পুষ্পা ২ ছবির সাফল্য সকলের নজর কেড়েছে। গড়েছে রেকর্ড।

Bangla

বংশগত অভিনেতা আল্লু অর্জুন

৮ এপ্রিল ১৯৮৩ সালে চেন্নাই, তামিলনাড়ুতে জন্মগ্রহণকারী আল্লু অর্জুন বিখ্যাত অভিনেতা চিরঞ্জীবীর ভাতিজা। তিনি প্রযোজক আল্লু অরবিন্দ এর পুত্র।

Image credits: instagram
Bangla

পুষ্পা ২ এর আয়

আল্লু অর্জুন-র পুষ্পা ২ ৬ দিনে এক হাজার কোটি টাকা আয় করে ইতিহাস সৃষ্টি করেছে। মহিলা ভক্তের মৃত্যু মামলায় সেশন কোর্ট তাকে জেল পাঠালেও হাইকোর্ট তাকে জামিন দিয়েছে।

Image credits: instagram
Bangla

চলচ্চিত্র জীবনের শুরু

আল্লু অর্জুন ২০০৩ সালে গঙ্গোত্রী ছবির মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক করেন। যদিও এই ছবি থেকে তিনি তেমন পরিচিতি পাননি।

Image credits: instagram
Bangla

সুকুমারের ছবি তাকে তারকা বানিয়েছে

আল্লু অর্জুন ২০০৪ সালে সুকুমার নামে এক বন্ধু পান, যিনি তাকে আর্য ছবিটি অফার করেন। প্রভাস এই ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন। এরপর আর তিনি পিছনে ফিরে তাকাননি।

Image credits: instagram
Bangla

বহুমুখী অভিনেতাআল্লু অর্জুন

আল্লু অর্জুন সব ধরণের ছবিতে অভিনয় করেছেন। রোমান্স (Parugu), অ্যাকশন (Pushpa) এবং ড্রামা (Ala Vaikunthapurramuloo) তার উল্লেখযোগ্য ছবি।

Image credits: instagram
Bangla

ব্লকবাস্টার হিট

আল্লু অর্জুন-র হিট ছবির মধ্যে Race Gurram, DJ: Duvvada Jagannadham, এবং PUSHPA ফ্র্যাঞ্চাইজির ছবিগুলি উল্লেখযোগ্য।

Image credits: instagram
Bangla

পুরস্কার-সম্মাননা

আল্লু অর্জুন একজন স্বাভাবিক অভিনেতা হিসেবে পরিচিত, তিনি জাতীয়, ফিল্মফেয়ার এবং নন্দী পুরস্কার পেয়েছেন।

Image credits: instagram
Bangla

স্টাইলিশ তারকা পুষ্পরাজ

আল্লু অর্জুনকে পুষ্পা- দ্য রাইজ প্যান ইন্ডিয়া তারকা বানিয়েছে। তার অ্যাকশনের পাশাপাশি নৃত্য দর্শকদের মুগ্ধ করেছে।

Image credits: instagram
Bangla

বক্স অফিস

পুষ্পা তারকার ক্যারিয়ারে ২১ টি ছবির মধ্যে ১৭ টি হিট। আল্লু অর্জুন এখন বক্স অফিসে হিটের গ্যারান্টি।

Image credits: Social Media

প্রেমে পড়লেও বিয়ে পর্যন্ত গড়ায়নি এই ৬ বলিউড অভিনেত্রীর সম্পর্ক

এতদিন কোরিওগ্রাফার ছিলেন, এবার তেলুগু ছবিতে অভিনয় করছেন ধনশ্রী ভার্মা

আমিরের উত্তরাধিকারী: কিভাবে জুনেইদ বলিউডে রাজত্ব করবেন?

দরকার নেই অভিষেকের খোরপোষের টাকা, কোটি কোটি টাকার মালকিন ঐশ্বর্য