Bangla

তেলুগু ছবিতে অভিনয় করছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী

জনপ্রিয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাও নিজের কাজের জগতে বেশ সফল। তিনি জনপ্রিয় কোরিওগ্রাফার। এবার চলচ্চিত্রে অভিনয়ও করছেন ধনশ্রী।

Bangla

নিজের কাজের জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত জনপ্রিয় ধনশ্রী

যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাঁর ব্যক্তিত্ব সকলের পছন্দ।

Image credits: INSTA/ dhanashree9
Bangla

তেলুগু ছবি 'আকাশম দাতি বাস্তব'-এর শ্যুটিং শুরু করে দিয়েছেন ধনশ্রী

ধনশ্রী ভার্মা আসন্ন তেলুগু ছবি 'আকাশম দাতি বাস্তব'-এর শ্যুটিংয়ে ব্যস্ত। শীঘ্রই তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করবেন তিনি।

Image credits: INSTA/ dhanashree9
Bangla

কোরিওগ্রাফার হিসেবে দীর্ঘদিন ধরে ভালোভাবে কাজ করে চলেছেন ধনশ্রী ভার্মা

ধনশ্রী ভার্মা একজন নৃত্য পরিচালক। এই প্রতিভার জন্যই তাঁকে তেলুগু ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ছবির মুক্তির তারিখ এখনও ঘোষিত হয়নি।

Image credits: INSTA/ dhanashree9
Bangla

তেলুগু ছবি 'আকাশম দাতি বাস্তব'-এর শ্যুটিংয়ের আপডেট দিচ্ছেন ধনশ্রী

ধনশ্রী ভার্মা তেলুগু ছবির জন্য কঠোর পরিশ্রম করছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির বিষয়ে আপডেট দিচ্ছেন।

Image credits: INSTA/ dhanashree9
Bangla

আসন্ন তেলুগু ছবির শ্যুটিংয়ের জন্য এখন চণ্ডীগড়ে আছেন ধনশ্রী ভার্মা

ধনশ্রী ভার্মা বর্তমানে চণ্ডীগড়ে তেলুগু ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। তিনি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

Image credits: INSTA/ dhanashree9
Bangla

ধনশ্রী ভার্মার সঙ্গে এই তেলুগু ছবিতে আছেন মালয়লম অভিনেত্রী কার্তিকা

ধনশ্রী ভার্মার সঙ্গে 'আকাশম দাতি বাস্তব'-এ অভিনয় করছেন মালয়লম অভিনেত্রী কার্তিকা মুরলীধরন। তিনি 'সাবা নয়াগন', 'সিআইএ'-র মতো ছবিতে অভিনয় করেছেন।

Image credits: INSTA/ dhanashree9
Bangla

'আকাশম দাতি বাস্তব'-এ অভিনয়ের পাশাপাশি গানও গাইতে চলেছেন ধনশ্রী ভার্মা

অভিনয়, কোরিওগ্রাফির পাশাপাশি গানেও পারদর্শী ধনশ্রী ভার্মা। তিনি 'আকাশম দাতি বাস্তব'-এর জন্য গান রেকর্ড করছেন।

Image credits: INSTA/ dhanashree9

আমিরের উত্তরাধিকারী: কিভাবে জুনেইদ বলিউডে রাজত্ব করবেন?

দরকার নেই অভিষেকের খোরপোষের টাকা, কোটি কোটি টাকার মালকিন ঐশ্বর্য

সলমন খানের নতুন রেকর্ড,আবারও ভাইজান মন জয় করলেন ভক্তদের

বলিউডের সবথেকে ফ্লপ স্টার কিড কে? যাঁর বাবা ও জামাইবাবু সুপারস্টার