Bollywood

ষষ্ঠীর লুক

পুজোয় যে কোনও একদিন পরতে পারেন এমন প্রিন্টে শাড়ি। তবে, এর সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরার চেষ্টা করুন। এতে দেখতে আকর্ষণীয় লাগবে। ষষ্ঠীর দিন পরতে পারেন এমন শাড়ি। 

Image credits: Instagram

সপ্তমীর সাজ

সপ্তমীর সাজের জন্য বেছে নিতে পারেন এমন নীল রঙের শাড়ি। নীল শাড়ির সঙ্গে এমন প্রিন্টেড ব্লাউজে বেশ মানাবে। 

Image credits: Instagram

অষ্টমীর সকাল

অষ্টমীর সাজের ক্ষেত্রে বেছে নিন এমন লাল পাড় সাদা শাড়ি। এর সঙ্গে সোনালী গয়না ও খোলা চুলে নজর কাড়ুন সকলের। 

Image credits: Instagram

অষ্টমীর সন্ধ্যা

অষ্টমীর সন্ধ্যায় ট্রাই করুন আলাদা কিছু। শাড়ির সঙ্গে এমন লং কোট টিমআপ করুন। এমন সাজে সকলের চোখে হয়ে উঠুন ফ্যাশনিস্তা। 

Image credits: Instagram

নবমীর লুক

নবমীর লুক আলাদা করতে চাইলে এমন সিফন শাড়ি বেছে নিন। এর সঙ্গে ঝোলা দুল ও হালকা জুয়েলারি বেশ মানাবে। 

Image credits: Instagram

হট লুক

পুজোয় হট অবতারে সকলের নজর কাড়তে চাইলে এমন শাড়ি পরতে পারেন। এর সঙ্গে ডিপ কাট ব্লাউজ পরুন। এতে আকর্ষণীয় হবে আপনার লুক।  

Image credits: Instagram

দশমীর সাজ

দশমীর সাজ আলাদা করতে চাইলে বেছে নিন এমন হালকা রঙের শিফন। এই শাড়ির সঙ্গে ব্যাকলেস ব্লাউজ বেশ মানাবে। 

Image credits: Instagram

হলুদ শাড়ি লুক

হলুদ অনেকেরই পছন্দের রঙের তালিকায় স্থান পায়। একদিন পরতে পারেন এণন হলুদ রঙের সিল্কের শাড়ি। এমন সাজে নজর কাড়ুন সকলের। 

Image credits: Instagram

পুজোর সন্ধ্যা

পুজোয় একদিন সাজতে পারেন এমন বেগুনি রঙের সিল্কের শাড়িতে। অষ্টমী বা নবমীর সন্ধ্যায় সাজতে পারেন এমন ভাবে। 

Image credits: Instagram