Bangla

অঙ্কিতা লোখান্ডে

বুদ্ধিমান ও সেরা অংশগ্রহণকারীর তালিকায় নাম লিখেছেন অঙ্কিতা লোখান্ডে। বিগ বস ১৭-তে পা রাখতেই নজর কেড়েছেন সকলের। আপাতত সততার সঙ্গে খেলতে দেখা গিয়েছে তাঁকে।

Bangla

ভিকি জৈন

অঙ্কিতার স্বামী ভিকি জৈন অংশ নিয়েছেন এই শো-তে। তিনি আপাতত সততার সঙ্গে খেলা খেলছেন। তিনি ক্ষমতাবান প্রতিযোগীর তালিকার নাম লিখিয়েছেন।

Image credits: Social Media
Bangla

ঐশ্বর্য শর্মা

নীলের স্ত্রী ঐশ্বর্য শর্মা রয়েছেন শো-তে। আপাতত শো-তে বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করছেন ঐশ্বর্য শর্মা। বুদ্ধি করে সব খেলা খেলতে দেখা যাচ্ছে তাঁকে।

Image credits: instagram
Bangla

নাভিদ

নাভিদ রয়েছেন বিগ বস ১৭-তে। আপাতত দ্বন্দ্ব থেকে দূরে থাকতে দেখা গিয়েছে তাঁকে। বুদ্ধি করে চলছেন বিগ বসের ঘরে।

Image credits: instagram
Bangla

তহেলকা ভাই

শো-তে অংশ নিয়েছে তহেলকা ভাই। শো-তে পা রেখেই খবরের শিরোনামে এসেছেন তিনি। Smartest প্রতিযোগির দলে নাম লেখালেও তহেলকা ভাইকে বিগ বসের ঘরে বিবাদে যোগ দিতে দেখা গিয়েছে।

Image credits: instagram
Bangla

মুনাওয়ার ফারুকী

মুনাওয়ার ফারুকী নজর কেড়েছেন দর্শকদের। বুদ্ধি করে পা ফেলতে দেখা যাচ্ছে তাঁকে। আপাতত শক্তিশালী প্রতিযোগীর তালিকায় নাম লিখিয়েছেন তিনি।

Image credits: instagram
Bangla

মানারা চোপড়া

নিজের স্টাইল স্টেইটমেন্টের কারণে খবরে থাকেন মানারা চোপড়া। বিগ বসের পা রাখার পর থেকেই খবরে থাকেন মানারা চোপড়া।

Image credits: instagram
Bangla

নীল ভাট

নীল ভাট বিগ বস ১৭-র ঘরে পা রেখেই নজর কেড়েছেন সকলে। এই শো-তে তাঁর স্ত্রীও আছেন। আপাতত বুদ্ধি করে ও সততার সঙ্গে খেলতে দেখা গিয়েছে তাঁকে।

Image credits: Social Media

কলার খোসা দিয়ে তৈরি করলেন টপ, ফের অদ্ভুত সাজে উরফি, রইল তাঁর হট ছবি

সলমন থেকে রেখা- হেমা মালিনীর জন্মদিনে বসেছিল চাঁদের হাট, রইল ঝলক

শরাফত থেকে শোলা- রইল হেমা মালিনী-ধর্মেন্দ্র জুটি হিট ১০টি ছবির তালিকা

সলমন-ক্যাটের জুটির গুণে হিট ছবির তালিকায় নাম লিখিয়েছে এই সাত ছবি