সদ্য ৭৫-এ পা দিলেন হেমা মালিনী। এই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। দেখে নিন সেখানে কে কে উপস্থিত ছিলেন।
হেমা মালিনীর ৭৫ তম জন্মদিনে নীল রঙের শাড়ি পরে উপস্থিত হন বিদ্যা বালন।
কালো রঙের টিশার্ট ও জিন্স পরে বলিউড ড্রিম গার্ল-র জন্মদিনে হাজির হন আয়ুষ্মান খুরানা।
এদিনের পার্টিতে উপস্থিত ছিলেন রাকেশ রোশন, তুষার কাপুর ও জীতেন্দ্র।
হালকা নীল রঙের শাড়িতে উপস্থিত হন রানি মুখোপাধ্যায়। পার্টির ঢোকার সময় ক্যামেরার সামনে পোজ দেন নায়িকা।
উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত। গোলাপী রঙের সিকোয়েন্সের কাজ করা শাড়িতে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকে।
কালো রঙের টি শার্ট ও কালো ট্রাউজার পরে হাজির হন রাজকুমার রাও।
হেমা মালিনীর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অনুপম খের। তাঁর উপস্থিতি নজর কাড়ে সকলের।
ছিলেন রেখা। সোনালী রঙের শাড়িতে এদিন নজর কাড়েন রেখা।
বলিউড ড্রিম গার্লের ৭৫ তম জন্মদিনের পার্টিতে উপস্থিত হন সলমন খান।
শরাফত থেকে শোলা- রইল হেমা মালিনী-ধর্মেন্দ্র জুটি হিট ১০টি ছবির তালিকা
সলমন-ক্যাটের জুটির গুণে হিট ছবির তালিকায় নাম লিখিয়েছে এই সাত ছবি
এই সাত সুন্দরী নায়িকার অভিনয় সব সময় হতাশ করেছে দর্শকদের, রইল তালিকা
সলমন থেকে ভিকি- নিজের থেকে বয়সে বড় মহিলাকে ডেট করতেন এরা