Bangla

ড্রিম গার্ল

সদ্য ৭৫-এ পা দিলেন হেমা মালিনী। এই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। দেখে নিন সেখানে কে কে উপস্থিত ছিলেন। 

Bangla

বিদ্যা বালন

হেমা মালিনীর ৭৫ তম জন্মদিনে নীল রঙের শাড়ি পরে উপস্থিত হন বিদ্যা বালন। 

Image credits: Our own
Bangla

আয়ুষ্মান খুরানা

কালো রঙের টিশার্ট ও জিন্স পরে বলিউড ড্রিম গার্ল-র জন্মদিনে হাজির হন আয়ুষ্মান খুরানা।   

Image credits: Our own
Bangla

রাকেশ রোশন, তুষার কাপুর ও জীতেন্দ্র

এদিনের পার্টিতে উপস্থিত ছিলেন রাকেশ রোশন, তুষার কাপুর ও জীতেন্দ্র। 

Image credits: Our own
Bangla

রানি মুখোপাধ্যায়

হালকা নীল রঙের শাড়িতে উপস্থিত হন রানি মুখোপাধ্যায়। পার্টির ঢোকার সময় ক্যামেরার সামনে পোজ দেন নায়িকা।

Image credits: Our own
Bangla

মাধুরী দীক্ষিত

উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত। গোলাপী রঙের সিকোয়েন্সের কাজ করা শাড়িতে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকে।

Image credits: Our own
Bangla

রাজকুমার রাও

কালো রঙের টি শার্ট ও কালো ট্রাউজার পরে হাজির হন রাজকুমার রাও।  

Image credits: Our own
Bangla

অনুপম খের

হেমা মালিনীর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অনুপম খের। তাঁর উপস্থিতি নজর কাড়ে সকলের।

Image credits: Our own
Bangla

রেখা

ছিলেন রেখা। সোনালী রঙের শাড়িতে এদিন নজর কাড়েন রেখা।

Image credits: Our own
Bangla

সলমন খান

বলিউড ড্রিম গার্লের ৭৫ তম জন্মদিনের পার্টিতে উপস্থিত হন সলমন খান। 

Image credits: Our own

শরাফত থেকে শোলা- রইল হেমা মালিনী-ধর্মেন্দ্র জুটি হিট ১০টি ছবির তালিকা

সলমন-ক্যাটের জুটির গুণে হিট ছবির তালিকায় নাম লিখিয়েছে এই সাত ছবি

এই সাত সুন্দরী নায়িকার অভিনয় সব সময় হতাশ করেছে দর্শকদের, রইল তালিকা

সলমন থেকে ভিকি- নিজের থেকে বয়সে বড় মহিলাকে ডেট করতেন এরা