অদ্ভুত পোশাক আর হট ছবি- এই দুই কারণেই খবরে থাকেন উরফি জাভেদ। এবারও হল না তাঁর অন্যথা।
সব সময় পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করেন উরফি। এমন পোশাক তৈরি করেন যা কেউ কল্পনাও করতে পারেন না।
সদ্য টপের বদলে পড়লেন কলার খোসা। কলার খোসা দিয়ে টপ বানিয়ে পরলেন বলিউড নায়িকা।
হাতে কলা নিয়ে ও কলার খোসা দিয়ে তৈরি টপ পরে শিরোনাম তৈরি করলেন বিতর্কের রানি উরফি জাফেদ।
এই টপের সঙ্গে টিমআপ করেছিলেন নীল রঙের জিন্স। এই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা পোস্ট করতেই তৈরি করল খবর।
নায়িকার সোশ্যাল মিডিয়া ঘাঁটলে এমন বহু বোল্ড ছবি মেলে। তিনি এমন বোল্ড ছবি শেয়ার করে খবরে আসতে বরাবর পছন্দ করে থাকেন।
কদিন আগে বক্ষ ঢাকলেন ঝিনুক দিয়ে। ব্রা-র বদলে গোলাপী রঙের ঝিনুক দিয়ে ঢাকলেন বক্ষ। সঙ্গে পরেছেন এমন ঝিনুকের হার।
আর আগেও বারে বারে বোল্ড পোশাক পরে খবরে এসেছেন উরফি। একবার পরেছিলেন এমন লাল পোশাক। শর্ট স্কার্টের সঙ্গে হার্ট শেপের কাপড় দিয়ে ঢেলেছিলেন বক্ষ।
সলমন থেকে রেখা- হেমা মালিনীর জন্মদিনে বসেছিল চাঁদের হাট, রইল ঝলক
শরাফত থেকে শোলা- রইল হেমা মালিনী-ধর্মেন্দ্র জুটি হিট ১০টি ছবির তালিকা
সলমন-ক্যাটের জুটির গুণে হিট ছবির তালিকায় নাম লিখিয়েছে এই সাত ছবি
এই সাত সুন্দরী নায়িকার অভিনয় সব সময় হতাশ করেছে দর্শকদের, রইল তালিকা