Bangla

বলি জুটি

অভিষেক বচ্চন থেকে সইফ- মনের মানুষকে শ্যুটিং সেটে খুঁজে পেয়েছিলেন এই সকল তারকা। রইল তালিকা।

Bangla

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন

গুরু ছবির সেটে প্রেম শুরু হয় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের।

Image credits: instagram
Bangla

ইয়ামি গৌতম ও আদিত্য ধর

ইয়ামি গৌতম ও আদিত্য ধরের প্রেম শুরু হয়েছিল ছবির সেটে। উরি দ্য সার্জিকাল স্ট্রাইকের সেটে প্রেম শুরু হয়েছিল ইয়ামি গৌতম ও আদিত্য ধরের।

Image credits: instagram
Bangla

কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা

ছবির সেটে প্রেম শুরু হয়েছিল কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। শেরশাহ ছবির সেটে প্রেম শুরু হয়। ২০২৩ সালে বিয়ে করেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা।

Image credits: instagram
Bangla

অজয় দেবগণ- কাজল

অভিনয়ের সেটে প্রেম শুরু হয়েছিল অজয় দেবগণ এবং কাজলের। হালচাল ছবির সেটে প্রেম শুরু হয়, পরে তা বিয়েতে পরিণতি পায়।

Image credits: instagram
Bangla

আলিয়া ভাট ও রণবীর কাপুর

আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেম শুরু হয়েছিল ব্রক্ষাস্ত্র ছবির সেটে। ২০২৩ সালে বিয়ে করেন তাঁরা।

Image credits: instagram
Bangla

সইফ আলি খান ও করিনা কাপুর

সইফ আলি খান ও করিনা কাপুরের প্রেম শুরু হয়েছিল ছবির সেটে। তশান ছবির সেটে প্রেম শুরু হয়েছিল সইফ আলি খান ও করিনা কাপুরের।

Image credits: instagram
Bangla

রীতেশ দেশমুখ ও জেনেলিয়া

রীতেশ দেশমুখ ও জেনেলিয়ার প্রেম শুরু হয়েছিল ছবির সেটে। ২০১২ সালে বিয়ের করেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া।

Image credits: Our own

প্রেমের সপ্তাহে রইল বলিউডের সেরা আট রিয়েল লাইফ জুটির তালিকা

শুধু পুনম নন, অমিতাভ থেকে মিঠুন- এই ৬ তারকার মৃত্যুর খবর রটেছিল এক সময়

দেখে নিন ওজন বাড়লে কেমন দেখাবে এই নয় বলি সুন্দরীকে, রইল ছবি

শুধু পুনম নন, ক্যানসারে প্রয়াত হন সাত বলিউড তারকা, দেখে নিন কে কে