Bangla

পুনম পাণ্ডে

গতকাল ভাইরাল হয়েছিল পুনম পাণ্ডের মৃত্যুর খবর। জানা যায় মাত্র ৩২ বছর বয়সে প্রয়াত হন তিনি। 

Bangla

পুনম পাণ্ডে

পুনম পাণ্ডের মৃত্যুর কারণ হিসেবে সামনে আসে সার্ভিকাল ক্যানসার। গুজব রটেছিল, এই রোগ কেড়ে নিয়েছে। 

Image credits: Social Media
Bangla

পুনম পাণ্ডে

আজ সকালে তিনি জানান। তিনি বেঁচে আছেন। জরায়ু ক্যানসার সম্পর্কে সকলকে সচেতন করতে এই পোস্ট করেছিলেন পুনম। 

Image credits: Social Media
Bangla

অমিতাভ বচ্চন

এক সময় রটেছিল অমিতাভ বচ্চনের মৃত্যুর খবর। তিনি এক সময় অসুস্থ হয়ে পড়েন। কিন্তু, রটে গিয়েছিল তিনি মারা গিয়েছেন। 

Image credits: instagram
Bangla

শাহরুখ খান

শাহরুখ খানকে নিয়েও রটেছিল ভুয়ো খবর। তারপর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সত্যতা।

Image credits: instagram
Bangla

ধর্মেন্দ্র

তালিকায় আছেন ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর খবর এক সময় তোলপাড় করেছিল সর্বত্র। পরে তাঁর ছেলে সানি দেওল সত্যতা জানান। 

Image credits: instagram
Bangla

ফরিদা জালাল

অভিনেত্রী ফরিদা জালালের মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রটানো হয়েছিল এক সময়। 

Image credits: SOCIAL MEDIA
Bangla

মিঠুন চক্রবর্তী

ক্যানসারে আক্রন্ত হয়ে প্রয়াত হয়েছেন মিঠুন চক্রবর্তী- শোনা গিয়েছিল এমন কথা। পরে যদিও সত্যতা জানা যায়। 

Image credits: Social Media

দেখে নিন ওজন বাড়লে কেমন দেখাবে এই নয় বলি সুন্দরীকে, রইল ছবি

শুধু পুনম নন, ক্যানসারে প্রয়াত হন সাত বলিউড তারকা, দেখে নিন কে কে

রণবীর থেকে সাই পল্লবী- দেখে নিন রামায়ণ ছবিতে থাকছেন কোন কোন তারকা

রইল মহাত্মা গান্ধীর জীবনের ওপর ভিত্তি করে তৈরি সেরা ছবির তালিকা