Bangla

রিয়েল লাইফ জুটি

আজ রইল বলিউডের সেরা আট রিয়েল লাইফ জুটির কথা। কেউ ৫০ বছর ধরে একসঙ্গে আছেন তো কেউ ২২ বছর। দেখে নিন কে কে।

Bangla

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন

১৯৭৩ সালে ৩ জুন বিয়ে করেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। বলিউডের সব থেকে চর্চিত রিয়েল লাইফ জুটি তাঁরা। প্রায় ৫০ বছর ধরে একসঙ্গে আছেন তাঁরা। 

Image credits: instagram
Bangla

ধর্মেন্দ্র ও হেমা মালিনী

১৯৮০ সালে ২ মে বিয়ে করেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। প্রায় ৪৩ বছর ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। 

Image credits: instagram
Bangla

শত্রুঘ্ন সিনহা ও পুনম সিনহা

শত্রুঘ্ন সিনহা ও পুনম সিনহা হলেন বলিউডের আরও এক সেরা জুটি। ১৯৮০ সালে বিয়ে করেছিলেন তাঁরা। প্রায় ৪৩ বছর ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। 

Image credits: instagram
Bangla

গোবিন্দা ও সুনিতা আহুজা

বলিউডের সেরা জুটি হল গোবিন্দা ও সুনিতা আহুজা। প্রায় ৩৬ বছর একসঙ্গে আছেন তাঁরা। 

Image credits: instagram
Bangla

জীতেন্দ্র ও শোভা কাপুর

জীতেন্দ্র ও শোভা কাপুর বিয়ে করেন ১৯৭৪ সালে। প্রায় ৪৯ বছর একসঙ্গে আছেন তাঁরা। প্রযোজক হিসেবে কাজ করেছেন শোভা কাপুর। 

Image credits: instagram
Bangla

অনিল কাপুর ও সুনিতা কাপুর

অনিল কাপুর ও সুনিতা কাপুর বলিউডের আরও এক রিয়েল লাইফ জুটি। ৩৯ বছর একসঙ্গে আছেন তাঁরা। ১৯৮৪ সালে বিয়ে করেছিলেন অনিল কাপুর ও সুনিতা। 

Image credits: instagram
Bangla

মাধুরী ও ডক্টর নেনে

বলিউডের আরও এক জুটি হল মাধুরী ও ডক্টর নেনে। ১৯৯৯ সালে ১৭ অক্টোবর বিয়ে করেছিলেন তাঁরা। প্রায় ২৪ বছর একসঙ্গে আছেন মাধুরী ও ডক্টর নেনে

Image credits: instagram
Bangla

শাহরুখ খান ও গৌরি খান

১৯৯১ সালে বিয়ে করেন শাহরুখ খান ও গৌরি খান। বলিউডের পাওয়ার কাপেল তাঁরা। প্রায় ৩৩ বছর একসঙ্গে আছেন তাঁরা।  

Image credits: instagram

শুধু পুনম নন, অমিতাভ থেকে মিঠুন- এই ৬ তারকার মৃত্যুর খবর রটেছিল এক সময়

দেখে নিন ওজন বাড়লে কেমন দেখাবে এই নয় বলি সুন্দরীকে, রইল ছবি

শুধু পুনম নন, ক্যানসারে প্রয়াত হন সাত বলিউড তারকা, দেখে নিন কে কে

রণবীর থেকে সাই পল্লবী- দেখে নিন রামায়ণ ছবিতে থাকছেন কোন কোন তারকা