চলতি বছরে ডেবিউ করবে একাধিক স্টার কিড। তালিকায় আছে ইব্রাহিম আলি খান থেকে রাশা। দেখে নিন এক ঝলকে।
রবিনা টন্ডনের একমাত্র কন্যা রাশা থাডানি ডেবিউ করবেন চলতি বছরে। পরিচালক অভিষেক কাপুরের ছবি দিয়ে বক্স অফিসে পা রাখতে চলেছে সে।
অনন্যা পান্ডের ভাই অহন পান্ডে চলছি বছরের ডেবিউ করতে চলেছেন বলিউডে। যশ রাজ ফিল্মের হাত ধরে ডেবিউ করবে সে।
অজয় দেবগণের আত্মীয় আমন দেবগণ ডেবিউ করবেন ২০২৪ সালে। অভিষেক কাপুরের ছবিতে দেখা যাবে তাঁকে।
ইক্স ভিক্স রিবাউন্ড ছবি দিয়ে ডেবিউ করতে চলেছেন জিবরান খান।
আমির পুত্র জুনাদ খানও ডেবিউ করবেন চলতি বছর। যশ রাজ ফিল্মের হাত ধরে ডেবিউ করবে সে। মহারাজা ছবিতে দেখা যাবে তাঁকে।
২০২৪ সালে ইক্স ভিক্স রিবাউন্ড ছবি দিয়ে ডেবিউ করবেন পশমিনা রোশন। তিনি বিখ্যাত মিউজিক ডিরেক্টর রাজেশ রোশনের কন্যা।
সইফ আলি খান ও অমৃতা সিং-র পুত্র ইব্রাহিম আলি খান ডেবিউ করবেন চলতি বছরে।
সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরও ডেবিউ করবেন চলতি বছরের। দক্ষিণী অভিনেতা মোহন লালের ছবি দিয়ে কেরিয়ার শুরু করতে চলেছে সে।
ভিকি থেকে অভিষেক- জেনে নিন Bigg Boss 17 ফাইনালে অংশ নিতে চলেছেন কে কে
হাউসফুল ৫ থেকে ফান ৪- দেখে নিন চলতি বছরে মুক্তি পাবে কোন কোন কমেডি ছবি
সিদ্ধার্থ থেকে বরুণ- দেখে নিন চলতি বছরে OTT-তে ডেবিউ করবেন কোন তারকা
অনুপমা থেকে ইমলি- দেখে নিন কোন সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে দেশে ও বিদেশে