সলমন খানের এই শো-র শুরু থেকে ছিল চমক। প্রতিটি প্রতিযোগীই নিজের ভিন্ন ভিন্ন কৌশলে সকলের নজর কাড়ার চেষ্টা করেছেন। কেউ জয় করে থেকে গিয়েছেন তো কেউ বাদ পড়েছেন।
Image credits: Social Media
Bangla
সেরা প্রতিযোগী
শীঘ্রই অনুষ্ঠিত হবে শো-র ফাইনালে। জেনে নিন বিগ বস ১৭-র ফাইনালে খেলবেন কোন কোন সেলেব।
Image credits: instagram
Bangla
অঙ্কিতা লোখান্ডে
শো-র শুরু থেকে চর্চায় আছে অঙ্কিতা লোখান্ডে। ক্ষমতাবান প্রতিযোগীর তালিকায় স্থান পান অঙ্কিতা। তাঁকে দেখা যাবে ফাইনালে।
Image credits: Social Media
Bangla
অভিষেক কুমার
নানান কারণে সব সময় খবরে থাকেন অভিষেক কুমার। তাঁকে দেখা যাবে ফাইনালে।
Image credits: Social Media
Bangla
ইশা মালভিয়া
ইশা মালভিয়াকে দেখা যেতে পারে ফাইনালে। তিনি বিগ বসের প্রথম থেকে নজর কাড়ছেন দর্শকদের। নানান কারণে উঠে আসেন খবরে।
Image credits: Social Media
Bangla
মুনাওয়ার ফারুকি
মুনাওয়ার ফারুকিকে দেখা যাবে শো-র ফাইনালে। বিগ বসের ঘরে সব সময় খবর থাকেন মুনাওয়ার। সকলের অনুমান তাঁকে এবার দেখা যাবে ফাইনালে।
Image credits: Social Media
Bangla
ভিকি জৈন
শো-র শুরু থেকে অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের দাম্পত্য কলহ ছিল শোর টিআরপি। জানা যাচ্ছে, শো-র টপ ৫ প্রতিযোগীর তালিকায় থাকতে পারেন ভিকি জৈন।