Bangla

OTT ডেবিউ

বর্তমানে ওটিটি-র প্রতি আগ্রহ বাড়ছে তারকাদের। আজ রইল কয়েকজন তারকার কথা। জেনে নিনচলতি বছরে OTT-তে ডেবিউ করবেন কোন তারকা। 

Bangla

বিবেক ওবেরয়

বিবেক ওবেরয় শীঘ্রই ডেবিউ করবেন ওটিটি-তে। ১৯ জানুয়ারি মুক্তি পাবে বিবেক অভিনীত প্রথম ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। 

Image credits: Social Media
Bangla

শিল্পা শেট্টি

রোহিত শেট্টির ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স দিয়ে ওটিটি-তে ডেবিউ করবেন শিল্পা। জানুয়ারিতে মুক্তি পাবে সিরিজটি। 

Image credits: Social Media
Bangla

বরুণ ধাওয়ান

সিটাডেল ইন্ডিয়া ওয়েব সিরিজ দিয়ে ওটিটি-তে ডেবিউ করবেন বরুণ ধাওয়ান। চলতি বছরে মুক্তি পাবে তাঁর অভিনীত প্রথম সিরিজ।

Image credits: Social Media
Bangla

বানি কাপুর

বড় পর্দার সাফল্যের পর ওটিটি-তে পা রাখবেন বানি কাপুর। ২০২৪ সালে  মুক্তি পাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ। মন্ডালা মাডার্স-এ দেখা যাবে তাঁকে। 

Image credits: Social Media
Bangla

সিদ্ধার্থ মালহোত্রা

ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স-এ দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। ২০২৪ সালে ওটিটি-তে পা রাখবেন তিনি। চলতি মাসে মুক্তি পাবে সিরিজটি। 

Image credits: Social Media
Bangla

উর্মিলা মাতোন্ডকর

বহুদিন পর অভিনয় জগতে ফিরছেন উর্মিলা মাতোন্ডকর। তিওয়ারি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। চলতি বছরে ডেবিউ করবেন নায়িকা। 

Image credits: Social Media

অনুপমা থেকে ইমলি- দেখে নিন কোন সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে দেশে ও বিদেশে

পরপর ৮টি ছবি ফ্লপ করলেও বলিউডের সবথেকে দামি অভিনেত্রী, বলুন তিনি কে

অক্ষয় থেকে অজয়- দেখে নিন ২০২৪-এ কোন তারকা অভিনীত কয়টি ছবি মুক্তি পাবে

২০২৩-এ এই ৯ বিগ বাজেট বলি ছবি হয়েছে বিগ ফ্লপ