ওয়েলকাম সিরিজের নতুন ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল মুক্তি পাবে চলতি বছর। ছবি বহু বছর পর এক সঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার ও রবিনা টন্ডন।
চলতি বছরে মুক্তি পাবে কমেডি ছবি ফান ৪। মস্তি, গ্রেট গ্র্যান্ড মস্তি ও গ্র্যান্ড মস্তি ছবির পর আসছে ফান ৪।
হরর কমেডি সিরিজের নতুন ছবি স্ত্রী ২ আসছে চলতি বছরে।
আসছে ভুল ভুলাইয়া ৩। ফের একবার রুহু বাবার চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
আরশদ ওয়ার্সি ও অক্ষয় কুমার জুটি বাঁধবেন জলি ভার্সেস জলি ছবিতে। এই কমেডি ছবি মুক্তি পাবে চলতি বছরে।
আসছে হাউসফুল সিরিজের নতুন ছবি হাউসফুল ৫। ফের ধামাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন একাধিক তারকা।
মাদগাঁও এক্সপ্রেস মুক্তি পাবে ২০২৪ সালে। কুনাম খেমু থেকে নোরা ফতেহির মতো স্টারদের দেখা যাবে ছবিতে।
ধামাল ৪ মুক্তি পাবে ২০২৪ সালে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রি প্রোডাকশনের কাজ। এই ছবি দিয়ে ফের চমক দিতে আসছেন তারকারা।
সিদ্ধার্থ থেকে বরুণ- দেখে নিন চলতি বছরে OTT-তে ডেবিউ করবেন কোন তারকা
অনুপমা থেকে ইমলি- দেখে নিন কোন সিরিয়াল জনপ্রিয়তা পেয়েছে দেশে ও বিদেশে
পরপর ৮টি ছবি ফ্লপ করলেও বলিউডের সবথেকে দামি অভিনেত্রী, বলুন তিনি কে
অক্ষয় থেকে অজয়- দেখে নিন ২০২৪-এ কোন তারকা অভিনীত কয়টি ছবি মুক্তি পাবে