ভারতের প্রথম অভিনেত্রী নার্গিস, যাঁর ছবি প্রায় ২ হাজার কোটি টাকার ব্যবসা করেছিল।
Bollywood Oct 26 2023
Author: Saborni Mitra Image Credits:instagram
Bangla
নার্গিস দত্ত
রাজ কাপুরের সঙ্গে তাঁর জুটি ছিল ভারতীয় সিনেমায় সর্বকালের সেরা জুটি। কিন্তু রাজ কাপুরকে বাদ দিয়েও পর্দা কাঁপিয়েছেন তিনি।
Image credits: instagram
Bangla
মাদার অব ইন্ডিয়া
১৯৫৭ সালে মুক্তি পায় মাদার অব ইন্ডিয়া। ১৯৫৮ সালে একাডেমি পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচিত্র বিভাগে চূডান্ত মনোনীত ছবিগুলির মধ্যে একটি নির্বাচিত ছবি।
Image credits: instagram
Bangla
সুপারস্টার নার্গিস
মাদার ইন্ডিয়া নার্গিসকে সুপারস্টার বানিয়েছিল এবং সবাইকে দেখিয়েছিল যে এক মহিলার ছবিও বক্স অফিসে নগদ রেজিস্টার সেট করতে পারে।
Image credits: instagram
Bangla
বক্স অফিস
মাদার অব ইন্ডিয়ার সেই সময় ৪.৫ কোটি টাকার ব্যবসা করেছিল। যা বর্তমানে হিসেবে ২০০০ কোটি টাকা। মাধুরী দীপিকাদের পাশাপাশি তিন খানকেও চ্যালেঞ্জ জানাতে পারেন নার্গিস।
Image credits: instagram
Bangla
বাকি অভিনেতা
মাদার ইন্ডিয়া নার্গিসকে সুপারস্টার বানিয়েছিল এবং সবাইকে দেখিয়েছিল যে এমনকি একটি মহিলা পরিচালিত চলচ্চিত্রও বক্স অফিসে নগদ রেজিস্টার সেট করতে পারে। পরিচালক ছিল মেহবুব খান।
Image credits: instagram
Bangla
ছবির বাজেট
সেই সময় ছবির বাজেট ছিল মাত্র ৬০ লক্ষ টাকা। প্রথম দিনেই আয় করেছিল ১ লক্ষ টাকা। বিশ্ব থেকে এই ছবির কালেকশন ছিল ৮-৯ কোটি টাকা।
Image credits: instagram
Bangla
প্রথম মহিলা সুপারস্টার
বললে ভুল হবে না যে নার্গিসই প্রথম মহিলা সুপারস্টার যিনি বক্স-অফিসে সোনা হিট করেছিলেন