এই অভিনেত্রী দেশকে প্রথম ২০০ কোটি টাকার ব্যবসা দিয়েছেন। তবে কেরিয়ারের শুরু কিন্তু মধুর ছিল না।
এই অভিনেত্রী ৯০ এর দশকের অনেক তরুণের হার্টথ্রব ছিলেন। রাতের ঘুম কেড়েছিলেন। তিনি ছিলেন সেই সময়কার সবথেকে দামি অভিনেত্রী।
এই অভিনেত্রী ৯০ এর দশকরে উঠতি দুই অভিনেতা শাহরুখ খান ও সলমন খানের থেকেও বেশি পারিশ্রমিক নিতেন। আমির খানের থেকেও বেশি টাকাতে ছবি সই করলেন।
সেই অভিনেত্রী আর কেউ নয়, মাধুরী দিক্ষিত। যার অভিনয়, নাচ আর রূপে মুদ্ধ ছিল গোটা দেশ।
প্রথম ছবি ছিল আওয়ারা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। স্বাতী, মানব হাত্য, হেফাজত এবং উত্তর দক্ষিণ, মোহরে, এবং খাতরন কে খিলাড়ি পরপর ফ্লপ ছবির নায়িকা তিনি
১৯৮৮ সালে দয়বান ছিল প্রথম হিট ছবি। তারপরই তেজাব, তাঁর প্রথম সর্বোচ্চ আয়ের ছবি।
ত্রিদেব, ইক্কা, মুজরিমে প্রবল সাফল্য পান। সলমন খানের সঙ্গে হাম আপকে হ্যায় কৌন তুমুল হিট করে।
সবথেকে বেশি পারিশ্রমিক নিতেন মাধুরী। প্রতি ছবির জন্য ৫০ লক্ষ টাকা নিতেন। সেখানে সলমন-শাররুখের পারিশ্রমিক ছিল ৩০-৪০ লক্ষ।