Bangla

অভিনেত্রীর চমক

এই অভিনেত্রী দেশকে প্রথম ২০০ কোটি টাকার ব্যবসা দিয়েছেন। তবে কেরিয়ারের শুরু কিন্তু মধুর ছিল না।

Bangla

৯০ এর দশকের দামি অভিনেত্রী

এই অভিনেত্রী ৯০ এর দশকের অনেক তরুণের হার্টথ্রব ছিলেন। রাতের ঘুম কেড়েছিলেন। তিনি ছিলেন সেই সময়কার সবথেকে দামি অভিনেত্রী।

Image credits: Instagram
Bangla

অভিনেতাদের থেকেও বেশি পারিশ্রমিক

এই অভিনেত্রী ৯০ এর দশকরে উঠতি দুই অভিনেতা শাহরুখ খান ও সলমন খানের থেকেও বেশি পারিশ্রমিক নিতেন। আমির খানের থেকেও বেশি টাকাতে ছবি সই করলেন।

Image credits: Instagram
Bangla

অভিনেত্রীর পরিচয়

সেই অভিনেত্রী আর কেউ নয়, মাধুরী দিক্ষিত। যার অভিনয়, নাচ আর রূপে মুদ্ধ ছিল গোটা দেশ।

Image credits: Instagram
Bangla

ফ্লপ নায়িকার তকমা

প্রথম ছবি ছিল আওয়ারা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। স্বাতী, মানব হাত্য, হেফাজত এবং উত্তর দক্ষিণ, মোহরে, এবং খাতরন কে খিলাড়ি পরপর ফ্লপ ছবির নায়িকা তিনি

Image credits: Instagram
Bangla

প্রথম হিট

১৯৮৮ সালে দয়বান ছিল প্রথম হিট ছবি। তারপরই তেজাব, তাঁর প্রথম সর্বোচ্চ আয়ের ছবি।

Image credits: Instagram
Bangla

মাধুরীর সাফল্য

ত্রিদেব, ইক্কা, মুজরিমে প্রবল সাফল্য পান। সলমন খানের সঙ্গে হাম আপকে হ্যায় কৌন তুমুল হিট করে।

Image credits: Instagram
Bangla

মাধুরীর পারিশ্রমিক

সবথেকে বেশি পারিশ্রমিক নিতেন মাধুরী। প্রতি ছবির জন্য ৫০ লক্ষ টাকা নিতেন। সেখানে সলমন-শাররুখের পারিশ্রমিক ছিল ৩০-৪০ লক্ষ।

Image credits: Instagram

অক্ষয় থেকে অজয়- দেখে নিন ২০২৪-এ কোন তারকা অভিনীত কয়টি ছবি মুক্তি পাবে

২০২৩-এ এই ৯ বিগ বাজেট বলি ছবি হয়েছে বিগ ফ্লপ

২০২৪ সালে জোড় টক্কর, নতুন বছরে একই দিনে মুক্তি পাবে এই সকল ছবি

চলতি বছরে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন এই আট তারকা, দেখে নিন কে কে