বাংলার গর্ব অরিজিৎ সিংয়ের বাবা পাঞ্জাবি হলেও মা ছিলেন বাঙালি
পৈতৃক পরিবার লাহোরের বাসিন্দা ছিলেন ভারত পাকিস্তান ভাগের সময় এদেশে এসেছিলেন
'ফ্রেম গুরুকুল' এবং'১০ কে ১০ লে গ্যায়ে দিল' নামক দুটি শো- এ অংশগ্রহণ করেছিলেন অরিজিৎ
'১০ কে ১০ লে গ্যায়ে দিল' শো জেতার পর প্রাইজের ১০ লক্ষ টাকাই বিনিয়োগ করে দিয়েছিলেন নিজের ষ্টুডিও বানাতে
মুম্বইতে ভাড়া বাড়িতে থাকা শুরু করে বর্তমানে কিং অব প্লেব্যাক সিংগিং 'অরিজিৎ সিং'
আইপিল ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ১ লক্ষ ৩২ হাজার লোকের সমাগম, সেইখানে দাড়িয়ে বাংলার গর্ব তাঁর চেনা সুর এ মাতিয়ে তোলেন সবাইকে
সঙ্গীতশিল্পী 'অরিজিৎ সিং' -কে অনেকখানি ছাপিয়ে গেছে মানুষ ‘অরিজিৎ সিং’, সাধারণ মানুষের মত ট্রেনে যাতায়াত করেন, দুঃস্থ বাচ্চাদের জন্য তৈরী করেছেন স্কুল
দেশের বাইরে বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সাউথ এশিয়া-তেও বিশাল খ্যাতি অরিজিৎ সিংয়ের
সফলতার শিখরে থেকেও এত সাধারণভাবে জীবনযাপন করা যায় তার প্রকৃত উদাহরণ অরিজিৎ সিং, অনেক বাঁধাবিঘ্ন কাটিয়ে আজ তিনি সুরের জাদুতে দেশবাসীর মনে আলাদা জায়গা করে নিয়েছেন