ল্যাকমে ফ্যাশান উইক-এর প্রথম দিনই জমজমাট। করিশ্মা কাপুর থেকে হিনা খান ব়্যাম্পে হেঁটে তাক লাগালের সেলিব্রিটিরা।
দীর্ঘ দিন পরেই ব়্যাম্পে করিশ্মা কাপুর। তবে রীতিমত আত্মবিশ্বাসী তিনি।
প্রিন্টেড মিনি স্কার্ট আর ক্রম টপে ব়্যাম্প জমিয়ে দিলেন হিনা খান। অন্যান্য সময়ের মতই রীতিমত সুন্দর লাগছিল।
রীতিমত বোল্ড আলয়া এফ। শাহিনির কালো আউটফিটে তিনি ছিলেন অসামান্য সুন্দরী।
কাল্কিও ল্যাকমে ফ্যাশান ইউকের প্রথম দিনের ব়্যাম্পে উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী আউটফিটে অসাধারণ লাগছিল তাঁকে।
হৃত্বিক রোশনের বান্ধবী উপস্থিত ছিলেন প্রথম দিনের ব়্যাম্পে। ডিজাইনার পোশাকে তিনিও ছিলেন অনবদ্য।
১১-১৩ অক্টোবর পর্যন্ত ল্যাকমে ফ্যাশান উইক অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে আরও সেলেবদের।
একাধিক ডিজাইনার তাদের পোশাক নিয়ে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
সলমন থেকে অক্ষয়- দর্শকদের ১০০ কোটির ছবি উপহার দিয়েছেন এই সকল তারকা
কেউ ২ কোটি তো কেউ ৩০ লক্ষ- জানুন কারা বিগ বস-এ অধিক পারিশ্রমিক পেয়েছেন
শেহনাজ থেকে সানি- বিগ বসে পা দিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে এই আট তারকার
ছবির আয় ১১১৭.৩৬ কোটি, এখনও এই চার ছবিকে টেক্কা দিতে ব্যর্থ 'জওয়ান'