Bangla

শাহরুখের জওয়ান

ছবিটি মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। এক মাস পার করলেও ছবির আয় আজও গড়ে চলেছে রেকর্ড।

Bangla

বিভিন্ন ভাষায় মুক্তি

হিন্দি, তামিল, তেলুগু- এই তিন ভাষাতে মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত জওয়ান। বলিউড তো বটেই দক্ষিণের তারকাদের দেখা গিয়েছে ছবিতে।

Image credits: instagram
Bangla

জওয়ান ছবির কাস্ট

শাহরুখ ছাড়া ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি, নয়নতারা, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সাইনা মালহোত্রা। ছবিতে শাহরুখ ও নয়নতারার রোম্যান্স নজর কেড়েছে দর্শকদের।

Image credits: instagram
Bangla

ছবির মোট আয়

এক মাস পরেও ছবির আয় গড়ে চলেছে রেকর্ড। বিশ্ব বাজারে ছবির মোট আয় ১১১৭.৩৬ কোটি টাকা। এক মাসের মধ্যে ছবিটি পা দিয়েছে ১০০০ কোটির ঘরে।

Image credits: instagram
Bangla

প্রথম ও দ্বিতীয় সপ্তাহে আয়

ছবির প্রথম সপ্তাহে আয় ছিল ৩৮৯.৯৯ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে হয় ১৩৬.১ কোটি টাকা।

Image credits: instagram
Bangla

জওয়ান-র টেক্কা

ছবিটি ১০০০ কোটির ঘরে পা রাখলেও এখনও এই চারটি বলিউড ছবিকে টেক্কা দিতে পারেনি বাদশা। দেখে নিন কে কে এগিয়ে আছে শাহরুখের থেকে।

Image credits: instagram
Bangla

দঙ্গল

আমির খানের দঙ্গল ছবির মোট আয় ২০২৪ কোটি। যা গড়েছে রেকর্ড।

Image credits: instagram
Bangla

বাহুবলী ২

বাহুবলী ২ ছবির মোট আয় ১৮১০ কোটি টাকা।

Image credits: instagram
Bangla

আরআরআর

আরআরআর ছবির আয ১৩১৬ কোটি টাকা। দক্ষিণী এই ছবিটি একাধিক ভাষায় মুক্তি পেয়েছে।

Image credits: instagram
Bangla

কেজিএফ ২

কেজিএফ ২ ছবিটি আয় করেছে ১২৫০ কোটি টাকা।

Image credits: instagram

রেখার জন্মদিনে রইল তাঁর পারফর্ম করা আইকনিক গানের কথা, দেখে নিন এক ঝলকে

রেখা থেকে সারা- দেখে নিন মেকআপ ছাড়া নায়িকাদের কেমন দেখতে

ডিসেম্বর মাসে ব্যাপক ধামাকা, একসঙ্গে মুক্তি পাবে এই ছয়টি বলিউড ছবি

শেষে ১৩ বছরে একের পর এক ফ্লপ দিয়েছেন ঐশ্বর্য, রইল ছবির তালিকা