বিগ বস ৫-এ দেখা গিয়েছিল সানি লিওনকে। এরপর জিসম ২ ছবির প্রস্তাব পান নায়িকা।
বিগ বস ৯-এ দেখা গিয়েছিল নোরা ফতেহি। বিগ বস ৯-র ঘরে পা রাখার পর কেরিয়ারে আসে পরিবর্তন।
অসময় প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। তবে, বিগ বস ১৩-র তাঁকে দিয়েছিল পরিচিতি।
বিগ বস ১৩-তে দেখা গিয়েছিল শেহনাজকে। তারপর কেরিয়ারে পরিবর্তন। বর্তমানে বলিউডে পা রাখেন নায়িকা।
বিগ বস ১৫-তে অংশ গ্রহণের পর থেকে খ্যাতি পান তেজস্বী প্রকাশ। এর আগে একাধিক শো-তে দেখা গিয়েছিল তাঁকে।
বিগ বস ৯-র বিজেতা ছিলেন প্রিন্স। এই জয়ের পর কেরিয়ারের পথ সহজ হয়েছিল প্রিন্সের।
বিগ বস ১৪-র ঘরে দেখা গিয়েছিল রাহুলকে। তারপর খ্যাতি পান রাহুল।
টেলিভিশনে এক সময় চুটিয়ে কাজ করেছেন ঠিকই তবে, বিগ বস তাঁকে দিয়েছিল আরও পরিচিতি। এই শো-তে অংশ নেওয়ার পর কান-এ ডাক পান।
ছবির আয় ১১১৭.৩৬ কোটি, এখনও এই চার ছবিকে টেক্কা দিতে ব্যর্থ 'জওয়ান'
রেখার জন্মদিনে রইল তাঁর পারফর্ম করা আইকনিক গানের কথা, দেখে নিন এক ঝলকে
রেখা থেকে সারা- দেখে নিন মেকআপ ছাড়া নায়িকাদের কেমন দেখতে
ডিসেম্বর মাসে ব্যাপক ধামাকা, একসঙ্গে মুক্তি পাবে এই ছয়টি বলিউড ছবি