আজ রইল কয়েকজন বলিউড তারকার কথা। এই সকল তারকার একটি নয় একাধিক ছবি আয় করেছে ১০০ কোটি। দেখে নিন কী কী।
বলিউডে ১৬০০ কোটি টাকার ব্যবসা করেছেন সলমন খান। তাঁর অভিনীত টাইগার ৩, দাবাং ২, জয় হো, কিক, প্রেম রতন ধন পাও, রেস ৩-র মতো ছবির আয় মিলিয়ে প্রায় ১৬০০ কোটি।
১৫,১০০ কোটির ব্যবসা করেছে অক্ষয় কুমারের ছবি। এয়ার লিফট, রাওডি রাঠোর, কেশরিয়া, মিশন মঙ্গল, গোল, রুস্তম থেকে হাউসফুল ৪-র মতো ছবির আয় গড়েছে রেকর্ড।
অজয় দেবগণের ১১টি ছবি ১০০ কোটির বেশি ব্যবসা করে। তানহাজি, সল অফ সর্দার, বোল বচ্চন, গোলমাল এগেন থেকে সিংঘম রিটার্নের মতো ছবি ব্যাপক ব্যবসা করেছিল।
৭০০ কোটির ব্যবসা করেছে শাহরুখ খানের ছবি। হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে, জব তক হ্যায় জান, রা ওয়ান থেকে ডন ২-র মতো ছবি রয়েছে এই তালিকায়।
আমির খানের একাধিক ছবির আয় গড়েছে রেকর্ড। ৬০০ কোটির ব্যবসা করেছে আমির খানের ছবি। তালিকায় আছে গজনী, পিকে, ধুম ৩, থ্রি ইডিয়ট-র মতো ছবিগুলো।
হৃতিক রোশনের ছবিও পা দিয়েছে ১০০ কোটির ঘরে। তালিকায় আছে কৃষ ৩, ব্যাং ব্যাং, সুপার ৩০, কাবিলের মতো ছবিগুলো।
কেউ ২ কোটি তো কেউ ৩০ লক্ষ- জানুন কারা বিগ বস-এ অধিক পারিশ্রমিক পেয়েছেন
শেহনাজ থেকে সানি- বিগ বসে পা দিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে এই আট তারকার
ছবির আয় ১১১৭.৩৬ কোটি, এখনও এই চার ছবিকে টেক্কা দিতে ব্যর্থ 'জওয়ান'
রেখার জন্মদিনে রইল তাঁর পারফর্ম করা আইকনিক গানের কথা, দেখে নিন এক ঝলকে