প্রয়াত হলেন পুনম পাণ্ডে। জরায়ুর ক্যানসারে মৃত্যু হল নীল ছবির তারকার। সকাল থেকে তাঁর ইনস্টা পোস্টে তোলপাড় সর্বত্র। ৩২ বছরে প্রয়াত হলেন নায়িকা।
Bollywood Feb 02 2024
Author: Sayanita Chakraborty Image Credits:social media
Bangla
পুনম পাণ্ডে
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। সেখানেই জানানো হয় পুনম পাণ্ডের প্রয়াণের খবর। জরায়ু ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। শুধু পুনম নন, ক্যানসারে প্রয়াত হন এই সকল বলিউড তারকা।
Image credits: social media
Bangla
ইরফান খান
২০২০ সালে ক্যানসারে প্রয়াত হন বিখ্যাত অভিনেতা ইরফান খান।
Image credits: Social Media
Bangla
ঋষি কাপুর
ক্যানসারে প্রয়াত ঋষি কাপুরও। ২০২০ সালে প্রয়াত হন অভিনেতা।
Image credits: Social Media
Bangla
নার্গিস
বলিউড অভিনেত্রী নার্গিসের প্রয়াণের কারণ ছিল ক্যানসার। দীর্ঘদিন এই রোগে ভুগছিলেন তিনি।
Image credits: Social Media
Bangla
রাজেশ খান্না
২০১২ সালে বিখ্যাত অভিনেতা রাজেশ খান্না প্রয়াত হন ক্যানসারে।