সিলসিলা ছবির গান দেখা এক খোয়াব। এই গানে রেখা ও অমিতাভ বচ্চনের কেমিস্ট্রি নজর কেড়েছিল সকলের। লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের গাওয়া গান এটি।
উমরাও জান ছবির গান দিল চিজ কেয়া। এই গানটি গাওয়া আশা ভোঁসলের। এই গানে রেখার পারফরমেন্স বেশ নজর কেড়েছিল সকলের।
উমরাও জান ছবির গান ইন আঁখো কি মস্তি। আশা ভোঁসলে গেয়েছিলেন গানটি। এই গানেও পারফর্ম করেন রেখা।
ঘর ছবির গান আজ কাল পাও জমিন পর। লতা মঙ্গেশকর ও আরডি বর্মনের গাওয়া গানটি। ঘর ছবির এই গানে নজর কেড়েছিলেন রেখা।
গম হ্যায় কিসি কি পেয়ার মে গানটিও রেখার কেরিয়ারের অন্যতম গান। বর্ষা ভেজা দিনের কথা উঠে এসেছিল এই গানে।
নীল আসমান শো গ্যয়ে গানে রেখার পারফরমেন্স নজর কেড়েছিল সকলের। সিলসিলা ছবির গান এটি।
সিলসিলা ছবির গান ইয়ে কাঁহা আ গ্যয়ে হাম। এটিও রেখার কেরিয়ারের অন্যতম গান।
মিস্টার নরওয়ার লাল ছবির গান পর দেশি। যে গানে রেখা ও অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল। কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের গাওয়া গান।
রেখা থেকে সারা- দেখে নিন মেকআপ ছাড়া নায়িকাদের কেমন দেখতে
ডিসেম্বর মাসে ব্যাপক ধামাকা, একসঙ্গে মুক্তি পাবে এই ছয়টি বলিউড ছবি
শেষে ১৩ বছরে একের পর এক ফ্লপ দিয়েছেন ঐশ্বর্য, রইল ছবির তালিকা
টাইগার ৩ থেকে যোদ্ধা- শীঘ্রই মুক্তি পাবে এই সাতটি বলিউড অ্যাকশন ছবি