Bangla

আদিপুরুষ

আদিপুরুষ মুক্তি পায় জুন মাসে। ছবির বাজেট ছিল ৬০০-৭০০ কোটি টাকা। 

Bangla

ভোলা

অজয় দেবগণ অভিনীত ভোলা সেভাবে সফল হয়নি। ছবির বাজেট ছিল ১০০ কোটি। 

Image credits: Facebook
Bangla

কিসিকি ভাই কিসিকি জান

কিসিকি ভাই কিসিকি জান ছবি তৈরিতে খবর হয়েছিল প্রায় ৯০ কোটি। ছবির আয় ছিল মাত্র ১৩৫ কোটি। 

Image credits: Facebook
Bangla

তেজস

৭০ কোটি বাজেটে তেজস ছবির আয় ছিল মাত্র ৫.১৫ কোটি। কঙ্গনার এই ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। 

Image credits: Facebook
Bangla

গণপথ

২০০ কোটি বাজেটের গণপথ ছবিটি আয় করেছিল মাত্র ৯ কোটি। টাইগার স্রফ অভিনীত ছবিটি একেবারে সফল হতে পারেনি।  

Image credits: Facebook
Bangla

মিশন রানিগঞ্জ

মিশন রানিগঞ্জ দিয়ে দ্বিতীয়বার বক্স অফিসে পা রাখেন অক্ষয়। ১০০ কোটি বাজেটের এই ছবিটি আয় করেছিল মাত্র ৩১ কোটি। 

Image credits: Facebook
Bangla

টাইগার ৩

টাইগার ৩ মুক্তি পায় চলতি বছরের শেষ দিকে। ছবির বাজেট ছিল ৩০০ কোটি। তবে, সেভাবে আয় করতে পারেনি টাইগার ৩। 

Image credits: Facebook
Bangla

সেলফি

অক্ষয় কুমার ও ইমরান হাসমি অভিনীত সেলফি ছবি সফল হয়নি। ছবির বাজেট ছিল ১০০-১৫০ কোটি টাকা। 

Image credits: Facebook
Bangla

শেহজাদা

শেহজাদা রয়েছে ছবির তালিকায়। ৬৫ কোটি টাকা বাজেটের এই ছবি ৪৭ কোটি আয় করেছিল। 

Image credits: social media

২০২৪ সালে জোড় টক্কর, নতুন বছরে একই দিনে মুক্তি পাবে এই সকল ছবি

চলতি বছরে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন এই আট তারকা, দেখে নিন কে কে

২০২৩ সালে সৌভাগ্যের দরজা খুলেছে এই কয় তারকার, রইল তালিকা

জিরো থেকে দঙ্গল- শেষ কয় বছরে বড়দিনে মুক্তি পেয়েছে এই কয়টি বলিউড ছবি