২০২৪ সালে প্রায় আটটি ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। স্কাই ফোর্স, ওয়েলকাম টু দ্য জঙ্গল, হেরা ফিরি ৩, সিংঘম এগেন-সহ আটটি ছবিতে দেখা যাবে অক্ষয়কে।
২০২৪ সালে অজয় দেবগণের জন্য গুরুত্বপূর্ণ। এই বছরে চারটি ছবিতে দেখা যাবে অজয় দেবগণকে। সিংঘম এগেন, ময়দানের মতো চারটি ছবিতে দেখা যাবে অজয়কে।
জন আব্রাহামকে দেখা যাবে চারটি ছবিতে। দ্য ডিপ্লোম্যাট, তারিখ, তেহরা ও বেদার মতো ছবিতে অভিনয় করছেন জন।
ববি দেওল অভিনীত ৩টি ছবিতে দেখা যাবে ববি দেওলকে। তামিল, তেলুগু ছবিতে দেখা যাবে ববি দেওলকে।
টাইগার স্রফ অভিনীত তিনটি ছবি মুক্তি পাবে ২০২৪ সালে। বড়ে মিঞা ছোটে মিঞা, সিংঘম এগেন-র মতো ছবি মুক্তি পাবে ২০২৪ সালে।
৩টি ছবিতে দেখা দেবেন দীপিকা পাড়ুকোণ। ফাইটার, কাল্কি ২৮৯৮ এডি, সিংঘম এগেনের মতো ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোণকে।
কমল হাসান অভিনীত তিনটি ছবি মুক্তি পাবে চলতি বছরে। কাল্কি ২৮৯৮ এডি, ইন্ডিয়ান ২, KH233 ছবিতে দেখা যাবে কমল হাসানকে।
প্রভাস অভিনীত তিনটি ছবি মুক্তি পাবে চলতি বছরে। কানাপ্পা, কাল্কি ২৮৯৮ এডি, রাজা ডিউলিক্স মুক্তি পাবে এই বছর।
২০২৪ সালে একাধিক ছবিতে দেখা দেবেন সানি দেওল। বাপ, লাহোর ১৯৪৭, সাফর, সুরিয়ার মতো একাধিক ছবিতে দেখা দেবেন সানি।
আমিতাভ বচ্চন অভিনীত তিনটি ছবি মুক্তি পাবে ২০২৪ সালে। কাল্কি ২৮৯৮ এডি থেকে বাটারফ্লাই সহ চারটি ছবি আছে তালিকায়।
২০২৩-এ এই ৯ বিগ বাজেট বলি ছবি হয়েছে বিগ ফ্লপ
২০২৪ সালে জোড় টক্কর, নতুন বছরে একই দিনে মুক্তি পাবে এই সকল ছবি
চলতি বছরে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন এই আট তারকা, দেখে নিন কে কে
২০২৩ সালে সৌভাগ্যের দরজা খুলেছে এই কয় তারকার, রইল তালিকা