বিগ বস ১৭ শ্যুটিং
Bangla

বিগ বস ১৭ শ্যুটিং

গ্র্যান্ড প্রিমিয়ার সম্প্রচারের আগে শ্যুটিং শুরু করে খবরে আসেন সলমন খান। ভাইরাল হয়েছে সেই ছবি।

বিগ বস ১৭
Bangla

বিগ বস ১৭

বিগ বস ১৭-র মঞ্চ থেকে ভাইরাল হওয়া একটি ছবিতে কালো টি শার্ট, জিন্স আর লাল জ্যাকেটে দেখা গিয়েছে সলমনকে।

Image credits: instagram
জুটির তালিকা
Bangla

জুটির তালিকা

১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সিজনের। Bigg Boss 17-র ঘরে আসছে এই কয়টি জুটি, দেখে নিন তালিকায় আছেন কারা।

Image credits: instagram
অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন
Bangla

অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন

অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন থাকছে এই শোতে। কয় বছর আগে টিভি অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়েছেন ভিকির সঙ্গে। এবার বিগ বসের ঘরে আসছেন তারা।

Image credits: instagram
Bangla

ঐশ্বর্য শর্মা ও নীল ভট

ঐশ্বর্য শর্মা ও নীল ভটকে দেখা যাবে বিগ বস ১৭-র ঘরে। গম হ্যায় কিসি কি পেয়ার মে সিরিয়ালের লিড চরিত্রে দেখা যায় তাঁদের।

Image credits: instagram
Bangla

মালভিয়া-অভিষেক কুমার

মালভিয়া-অভিষেক কুমার আসছেন বিগ বস ১৭-র ঘরে। ধুম শো-তে সকলের নজর কেড়েছিল মালভিয়া-অভিষেক কুমার জুটি।

Image credits: instagram
Bangla

মুন্নার ফরুকি

মুন্নার ফরুকিকে দেখা যাবে বিগ বস ১৭-র ঘরে। তিনি কঙ্গনার শো লকআপ সিজন ১-র বিজেতা।

Image credits: instagram
Bangla

অনুরাগ ডোভাল

অনুরাগ ডোভালকে দেখা যাবে বিগ বস ১৭-র ঘরে। তিনি ইউটিউবার হিসেবে খ্যাতি পেয়েছেন।

Image credits: instagram
Bangla

মানারা চোপড়া

প্রিয়াঙ্কে চোপড়ার বোন মানারা চোপড়া আসতে চলেছে বিগ বস ১৭-র ঘরে।

Image credits: instagram

Lakme Fashion week: করিশ্মা থেকে হিনা- দেখুন ৫ সেলিব্রিটিকে

সলমন থেকে অক্ষয়- দর্শকদের ১০০ কোটির ছবি উপহার দিয়েছেন এই সকল তারকা

কেউ ২ কোটি তো কেউ ৩০ লক্ষ- জানুন কারা বিগ বস-এ অধিক পারিশ্রমিক পেয়েছেন

শেহনাজ থেকে সানি- বিগ বসে পা দিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে এই আট তারকার