গ্র্যান্ড প্রিমিয়ার সম্প্রচারের আগে শ্যুটিং শুরু করে খবরে আসেন সলমন খান। ভাইরাল হয়েছে সেই ছবি।
বিগ বস ১৭-র মঞ্চ থেকে ভাইরাল হওয়া একটি ছবিতে কালো টি শার্ট, জিন্স আর লাল জ্যাকেটে দেখা গিয়েছে সলমনকে।
১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সিজনের। Bigg Boss 17-র ঘরে আসছে এই কয়টি জুটি, দেখে নিন তালিকায় আছেন কারা।
অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন থাকছে এই শোতে। কয় বছর আগে টিভি অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়েছেন ভিকির সঙ্গে। এবার বিগ বসের ঘরে আসছেন তারা।
ঐশ্বর্য শর্মা ও নীল ভটকে দেখা যাবে বিগ বস ১৭-র ঘরে। গম হ্যায় কিসি কি পেয়ার মে সিরিয়ালের লিড চরিত্রে দেখা যায় তাঁদের।
মালভিয়া-অভিষেক কুমার আসছেন বিগ বস ১৭-র ঘরে। ধুম শো-তে সকলের নজর কেড়েছিল মালভিয়া-অভিষেক কুমার জুটি।
মুন্নার ফরুকিকে দেখা যাবে বিগ বস ১৭-র ঘরে। তিনি কঙ্গনার শো লকআপ সিজন ১-র বিজেতা।
অনুরাগ ডোভালকে দেখা যাবে বিগ বস ১৭-র ঘরে। তিনি ইউটিউবার হিসেবে খ্যাতি পেয়েছেন।
প্রিয়াঙ্কে চোপড়ার বোন মানারা চোপড়া আসতে চলেছে বিগ বস ১৭-র ঘরে।
Lakme Fashion week: করিশ্মা থেকে হিনা- দেখুন ৫ সেলিব্রিটিকে
সলমন থেকে অক্ষয়- দর্শকদের ১০০ কোটির ছবি উপহার দিয়েছেন এই সকল তারকা
কেউ ২ কোটি তো কেউ ৩০ লক্ষ- জানুন কারা বিগ বস-এ অধিক পারিশ্রমিক পেয়েছেন
শেহনাজ থেকে সানি- বিগ বসে পা দিয়ে ভাগ্য পরিবর্তন হয়েছে এই আট তারকার