পরিণীতি চোপড়া সদ্য গাঁট ছড়া বেঁধেছেন রাঘব চড্ডার সঙ্গে। এবার প্রথম করওয়া চৌথ পালন করবেন পরিণীতি।
স্বারা ভাস্বর ও ফারহাদ আহমেদ ১৬ ফেব্রুয়ারি দাম্পত্য জীবন শুরু করেন। এবার প্রথম করওয়া চৌথ পালন করবেন স্বরা।
সোনালী শেইগল চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাঁধা পড়েছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক আশিস সঞ্জানির সঙ্গে। এবার প্রথম করওয়া চৌথ পালন করবেন সোনালী।
শিবালিকা ওবেরয় ও অভিষেক পাঠক বিয়ে করেছেন চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ে করেন। এবার তাঁদের প্রথম করওয়া চৌথ।
সিদ্ধার্থ ও কিয়ার-রও এবার প্রথম করওয়া চৌথ। সদ্য হাঁট ছড়া বেঁধেছেন এই দুই সেলেব। এবার প্রথমবার করওয়া চৌথ পালন করবেন তাঁরা।
অথিয়া শেট্টি ও কেএল রাহুলেরও এবার প্রথম করওয়া চৌথ। ২৩ জানুয়ারি বিয়ে করেছেন অথিয়া শেট্টি ও কেএল রাহুল।
ভারতের প্রথম অভিনেত্রী - যার ছবি ২০০০ কোটি টাকার ব্যবসা করেছে
অক্ষয় ছাড়াও একাধিক সম্পর্কে ছিলেন রবিনা, রইল নায়িকার গোপন প্রেমের কথা
Nude ফোটোশ্যুট করে খবরে এসেছিলেন এই কয় বলি নায়িকা, দেখে নিন কে কে
Durga Puja 2023: সিঁদূর খেলায় মাতলেন বলি সেলেবরা, দেখুন ছবি