Bangla

সইফ আলি খান

নিজের থেকে ১৩ বছরের বড় বয়সী অমৃতা সিংকে ডেট করতেন সইফ আলি খান। দাম্পত্য সম্পর্কে বাঁধা পড়েন সইফ ও অমৃতা।

Bangla

সলমন খান

সলমন খানের সঙ্গে সঙ্গীতা বিজলানীর সম্পর্কের কথা সকলের জানা। নিজের থেকে বয়সে বড় নায়িকাকে ডেট করলেন সলমন।

Image credits: instagram
Bangla

অভিষেক বচ্চন

নিজের থেকে ২ বছরের বড় ঐশ্বর্যকে ডে়ট করতেন অভিষেক। তারপর দাম্পত্য সম্পর্কে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন।

Image credits: instagram
Bangla

শাহিদ কাপুর

নিজের থেকে বয়সে বড় করিনা কাপুরকে ডেট করতেন শাহিদ কাপুর। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও পরে সেই সম্পর্ক ভেঙে যায়।

Image credits: Instagram
Bangla

অর্জুন কাপুর

নিজের থেকে ১২ বছরের বড় মালাইকা আরোরার সঙ্গে সম্পর্কে আছেন অর্জুন কাপুর। প্রেমের কারণে সব সময় লাইম লাইটে থাকেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা।

Image credits: Instagram
Bangla

অঙ্গদ বেদী

নিজের থেকে বয়সে বড় নেহা ধূপিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অঙ্গদ বেদী। পরে বিয়ে করেন তাঁরা।

Image credits: Our own
Bangla

ভিকি কৌশল

দীর্ঘদিন ক্যাটরিনা কইফের সঙ্গে সম্পর্কে ছিলেন ভিকি। বয়সে বড় ক্যাটকে বিয়ে করেন ভিকি কৌশল।

Image credits: Vicky Kaushal instagram
Bangla

করণ সিং গ্রোভার

৫ বছরের বড় বিপাশা বসুকে দীর্ঘদিন ডেট করতেন করণ সিং গ্রোভার। তারপর বিয়ে করেন করণ সিং গ্রোভার ও বিপাশা বসু। বর্তমানে একটি কন্যা সন্তান রয়েছে তাঁদের।

Image credits: instragram

দবাং থেকে সুলতান- সলমন অভিনীত এই ১০ ছবি সর্বাধিক আয় করেছিল বক্স অফিসে

৪৩-এও ছড়াচ্ছেন উষ্ণতা, লাল পোশাকে ভাইরাল শ্বেতার হট লুক

Bigg Boss 17-র ঘরে আসছে এই কয়টি জুটি, দেখে নিন তালিকায় আছেন কারা

Lakme Fashion week: করিশ্মা থেকে হিনা- দেখুন ৫ সেলিব্রিটিকে