তাঁকে দেখে বয়স বোঝা দায়। কেউ বলবেন না তাঁর বয়স পার করেছে ৪০-র কোটা।
দুই সন্তান রয়েছে শ্বেতার। একটি মেয়ে ও একটি ছেলে। পলক ইতিমধ্যে পা দিয়েছে অভিনয় জগতে।
এই বয়সেও শ্বেতা তিওয়ারির হটনেস নজর কাড়ে ভক্তদের। প্রায়শই নিজের বোল্ড ছবি শেয়ার করেন শ্বেতা। সদ্য ভাইরাল হয়েছে লাল পোশাকের একটি ছবি।
শ্বেতাকে ছবিতে লাল রঙের টুপিস ড্রেসে দেখা যাচ্ছে। যাতে বেশ হট দেখাচ্ছে নায়িকাকে।
লাল ফ্রন্ট স্লিট স্কার্ট। ব্রা কাটিং টপে ভাইরাল শ্বেতা। যা দেখে পাগল হল নেট জনতা।
এর আগে এমন স্কিন কালারের স্কার্ট ও ব্রা কাটিং টপে দেখা গিয়েছিল শ্বেতাকে। সঙ্গে তাঁর চোখের চাহনি দেখে পাগল হয়েছিল ভক্তরা।
এমন নীল রঙের হট ড্রেসে একবার ফোটোশ্যুট করিয়ে খবরে আসেন শ্বেতা। নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ছবি।
এমন অফ হোয়াইট রঙের পোশাকেও দেখা গিয়েছিল শ্বেতাকে। যাতে বেশ হট দেখাচ্ছিল তাঁকে।
কালো শর্ট ড্রেসেও দেখা গিয়েছিল শ্বেতাকে। এই পোশাকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর বক্ষবিভাজন।
এই নীল ফ্রন্ট স্লিট গাউনে ভাইরাল হয়েছিল শ্বেতার লুক। যে ছবি দেখে তাঁর বয়সের অনুমান করা কঠিন।
Bigg Boss 17-র ঘরে আসছে এই কয়টি জুটি, দেখে নিন তালিকায় আছেন কারা
Lakme Fashion week: করিশ্মা থেকে হিনা- দেখুন ৫ সেলিব্রিটিকে
সলমন থেকে অক্ষয়- দর্শকদের ১০০ কোটির ছবি উপহার দিয়েছেন এই সকল তারকা
কেউ ২ কোটি তো কেউ ৩০ লক্ষ- জানুন কারা বিগ বস-এ অধিক পারিশ্রমিক পেয়েছেন