Bangla

রেখা

একবার গাড়ির মধ্যে বিনা মেকআপে দেখা গিয়েছিল রেখাকে। তাঁকে দেখে প্রথম চোটে বোঝা দায় হয়েছিল তিনিই এভার গ্রিন রেখা।

Bangla

সারা আলি খান

একাধিকবার মেকআপ ছাড়া দেখা গিয়েছে সারা আলি খানকে। নেটিজেনদের মতে তাঁর লুকের তেমন হের ফের হয় না।

Image credits: instagram
Bangla

আলিয়া ভাট

মেকআপ ছাড়া বহুবার দেখা গিয়েছে আলিয়া ভাট। বিনা মেকআপে তাঁর ডার্ক সার্কেল ও মুখের দাগ নজর কেড়েছে সকলের। 

Image credits: instagram
Bangla

প্রিয়াঙ্কা চোপড়া

একসময় মেকআপ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে অবাক হয়েছিলেন দর্শকেরা। অনেকেই বলেছিলেন, মেকআপ ছাড়া প্রিয়াঙ্কাকে চেনা দায়।

Image credits: instagram
Bangla

অনুষ্কা শর্মা

মেকআপ ছাড়া খানিকটা এমনটাই দেখতে অনুষ্কা শর্মাকে। বহুবার মেকআপ ছাড়া ক্যামেরার সামনে এসেছিলেন তিনি। 

Image credits: instagram
Bangla

ক্যাটরিনা কইফ

ক্যাটরিনা কইফকেও দেখা গিয়েছে মেকআপ ছাড়া। বিনা মেকআপে তাঁর সৌন্দর্য মোটেও নজর কাড়েনি কারওর।

Image credits: instagram
Bangla

ঐশ্বর্য রাই বচ্চন

বর্তমানে ফোটোশপ ব্যবহার করে ছবি এডিট করে পোস্ট করার কারণে ট্রোলিং-র শিকার হন ঐশ্বর্য রাই বচ্চন। বিশ্ব সুন্দরীকেও মেকআপ ছাড়া দেখা গিয়েছে বহুবার। 

Image credits: instagram
Bangla

মাধুরী দীক্ষিত

মেকআপ ছাড়া মাধুরী দীক্ষিতকে চেনা দায়। বলিরেখা থেকে তাঁর মুখে রয়েছে একাধিক দাগ। যা তিনি মেকআপ দিয়ে লুকিয়ে রাখেন সব সময়।

Image credits: instagram
Bangla

করিনা কাপুর খান

করিনা কাপুর খানকে মেকআপ ছাড়া দেখতে খানিকটা এমন। ‘জব উই মেট’ ছবিতে মেকআপ ছাড়া একটি দৃশ্য শ্যুট করেছিলেন নায়িকা।

Image credits: instagram

ডিসেম্বর মাসে ব্যাপক ধামাকা, একসঙ্গে মুক্তি পাবে এই ছয়টি বলিউড ছবি

শেষে ১৩ বছরে একের পর এক ফ্লপ দিয়েছেন ঐশ্বর্য, রইল ছবির তালিকা

টাইগার ৩ থেকে যোদ্ধা- শীঘ্রই মুক্তি পাবে এই সাতটি বলিউড অ্যাকশন ছবি

ফোটোশপ ব্যবহার করে ট্রোলিং-র শিকার ঐশ্বর্য, শুনতে হল নানান কুকথা