Bangla

অ্যাকশন রিপ্লে

২০১০ সালে মুক্তি পায় অ্যাকশন রিপ্লে। ছবিটি একেবারে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে।

Bangla

গুজারিশ

২০১০ সালেই মুক্তি পায় গুজারিশ। ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করেন ঐশ্বর্য ছবিটি একেবারেই ব্যবসা করতে পারেনি।

Image credits: instagram
Bangla

জানবাজ

২০১৫ সালে মুক্তি পায় জানবাজ। ইরফান খানের সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। ছবিতে তেমন ব্যবসা করতে পারেনি।

Image credits: instagram
Bangla

সরবজিৎ

জানবাজের পর মুক্তি পায় সরবজিৎ। ছবির গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেন ঐশ্বর্য। ছবিটি সেভাবে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে।

Image credits: instagram
Bangla

অ্যায় দিল হ্যায় মুশকিস

অ্যায় দিল হ্যায় মুশকিস ছবিটি হিট করলেও মোটেও নজর কাড়তে পারেননি ঐশ্বর্য রাই বচ্চন। ছবিতে তাঁর উপস্থিতি বড্ড ফিকে মে হয়েছিল দর্শকদের।

Image credits: instagram
Bangla

ফানি সিং

রাজকুমার রাও ও অনিল কাপুরের সঙ্গে স্ত্রিন শেয়ার করেন ফানি সিং ছবিতে। তবে, ছবিটি সেভাবে ব্যবসা করতে পারেনি।

Image credits: instagram
Bangla

সিলভিয়া ১

২০২২ সালে মুক্তি পায় সিলভিয়া ১। দক্ষিণী এই ছবিতে নন্দিনীর চরিত্রে অভিনয় করেন। ছবিতে সেভাবে নজর কাড়তে পারেননি বিশ্ব সুন্দরী।

Image credits: instagram
Bangla

সিলভিয়া ১

সদ্য মুক্তি পায় দক্ষিণী ছবি সিলভািয়া২। ছবিটি ভালো ব্যবসা করলেও সেভাবে নজর কাড়েনি ঐশ্বর্য।

Image credits: instagram
Bangla

ট্রোলিং

এদিকে সদ্য ট্রোলিং-র শিকার হন ঐশ্বর্য রাই বচ্চন। কালো পোশাক পরা একটি ছবি পোস্ট করে ট্রোল হতে হয়।

Image credits: Aishwarya Rai Bachchan instagram
Bangla

মুম্বইয়ে ইভেন্ট

সদ্য তাঁকে দেখা গিয়েছিল মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একটি ইভেন্টে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানের কিছু ছবি শেয়ার করেন।

Image credits: Aishwarya Rai Bachchan instagram

টাইগার ৩ থেকে যোদ্ধা- শীঘ্রই মুক্তি পাবে এই সাতটি বলিউড অ্যাকশন ছবি

ফোটোশপ ব্যবহার করে ট্রোলিং-র শিকার ঐশ্বর্য, শুনতে হল নানান কুকথা

লক্ষ টাকার আয়া! শাহরুখ খান -করিনা কাপুরের সন্তানের ন্যানির খরচ জানুন

ইতিহাস গড়ল 'জওয়ান', দেখে নিন বিশ্ববাজারে মোট কত আয় করলেন বাদশা