চলতি বছরে তৃতীয় বার বক্স অফিসে আসতে চলেছেন শাহরুখ খান। ডিসেম্বরে মুক্তি পাবে ডঙ্কি। ২২ ডিসেম্বর ২০২৩ সালে মুক্তির দিন স্থির হয়েছে ডানকি ছবির।
৫০০ কোটি বাজেটের ছবি হল ডানকি। রাজকুমার হিরানির পরিচালনায় বক্স অফিসে পা রাখবেন শাহরুখ খান।
অ্যানিম্যাল ছবি দিয়ে ফের বক্স অফিসে পা রাখবেন রণবীর কাপুর। রশ্মিকা মান্দানা স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুরের সঙ্গে।
৩০০ থেকে ৩৫০ কোটি বাজেটের ছবি অ্যানিম্যাল। ডিসেম্বরে মুক্তি পাবে অ্যানিম্যাল ছবিটি। ১ ডিসেম্বর মুক্তি পাবে অ্যানিম্যাল ছবিটি।
আদিপুরুষ ছবি ফ্লপ করার পর ফের এই বছরেই বক্স অফিসে আসছেন প্রভাস। অ্যাকশন এই ছবিটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর।
৪০০ কোটি বাজেটের ছবি সালার। ডিসেম্বর মাসে ডঙ্কি ছবিকে টেক্কা দিতে আসছেন সালার।
ডিসেম্বর মাসেই বক্স অফিসে আসছেন সিদ্ধার্থ মালহোত্রা। বেশ কিছুদিন পর মুক্তি পাবে তাঁর ছবি। যোদ্ধা ছবি দিয়ে বক্স অফিসে পা দেবেন সিদ্ধার্থ।
ডিসেম্বর মাসেই আসছেন ভিকি কৌশল। ফের নিজের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন নায়ক। মুক্তি পাবে স্যাম বাহাদুর। ১০০ থেকে ১২০ কোটি বাজেটের এই ছবি।
টাইগার ৩ ছবির পর মুক্তি পাবে ক্যাট অভিনীত মেরি ক্রিসমাস। ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
শেষে ১৩ বছরে একের পর এক ফ্লপ দিয়েছেন ঐশ্বর্য, রইল ছবির তালিকা
টাইগার ৩ থেকে যোদ্ধা- শীঘ্রই মুক্তি পাবে এই সাতটি বলিউড অ্যাকশন ছবি
ফোটোশপ ব্যবহার করে ট্রোলিং-র শিকার ঐশ্বর্য, শুনতে হল নানান কুকথা
লক্ষ টাকার আয়া! শাহরুখ খান -করিনা কাপুরের সন্তানের ন্যানির খরচ জানুন