Bangla

জওয়ান

মুক্তির সময় থেকে খবরে আছেন শাহরুখ খান। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি।

Bangla

বাদশার ধামাকা

মুক্তির পর থেকে পর থেকে খবরে বাদশা। তিনি যে এমন ধামাকা করবেন তা কেউ আশা করতে পারেননি।

Image credits: Social Media
Bangla

প্রথম সপ্তাহে আয়

ছবিটি প্রথম সপ্তাহে আয় করেছিল ৩৮৯.৮৮ কোটি। য গড়েছিল রেকর্ড। প্রথম দিন শুধু ভারতে আয় করেছিল ৭০ কোটির বেশি।

Image credits: Social Media
Bangla

দ্বিতীয় সপ্তাহের আয়

দ্বিতীয় সপ্তাহের শেষে আয় বাড়ে ১৩৬.১ কোটি। ছবির প্রতিদিনের আয় গড়েছে রেকর্ড।

Image credits: Social Media
Bangla

ছবির মোট আয়

বর্তমানে ছবির আয় দাঁড়িয়েছে ১১০৩.২৭ কোটি। যা গড়েছে রেকর্ড। ছবি আয় পায় করেছে ১০০০ কোটির ঘর।

Image credits: Social Media
Bangla

বিভিন্ন ভাষায় মুক্তি

শাহরুখ অভিনীত এই ছবি হিন্দি তো বটেই সঙ্গে মুক্তি পায় তামিল, তেলুগু ভাষায়ও। সব ভাষাতেই মুক্তি পাওয়া জওয়ান গড়েছে রেকর্ড।

Image credits: Social Media
Bangla

ছবির কাস্ট

শাহরুখ ছাড়া ছবিতে রয়েছে বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সাইনা মালহোত্রা। ছবিতে সকল তারকার অভিনয় গড়েছে রেকর্ড।

Image credits: Instagram
Bangla

পাঠান

চলতি বছরের শুরুতে মুক্তি পায় শাহরুখ অভিনীত পাঠান। এই ছবিতেও জমিয়ে অ্যাকশন করেছিলেন বাদশা।

Image credits: Instagram
Bangla

শাহরুখের এন্ট্রি

পাঠান ছবির পর মুক্তি পর মুক্তি পায় জওয়ান। আর এবার ফের আসছে শাহরুখের নতুন ছবি। মুক্তি পাবে ডঙ্কি।

Image credits: instagram
Bangla

শাহরুখের নতুন ছবি

রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পাবে ডঙ্কি। জওয়ান ছবির সাফল্যের পর এই ছবি দিয়ে বক্স অফিসে আসবেন বাদশা।

Image credits: Instagram

২০২৪ সালে মুক্তি পাবে অক্ষয় অভিনীত এই ছয়টি ছবি, দেখে নিন কী কী

অঙ্কিতা থেকে আরমান- এই সকল তারকা আসতে চলেছেন Bigg Boss 17-এ ঘরে

কপিল শর্মা থেকে সলমন- জেনে নিন জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালকদের আয় কত

সিদ্ধার্থ শুক্লা থেকে সোনালী ফোগত- সাত বিগ বস তারকা প্রয়াত হয়েছেন অসময়