মুক্তির সময় থেকে খবরে আছেন শাহরুখ খান। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি।
মুক্তির পর থেকে পর থেকে খবরে বাদশা। তিনি যে এমন ধামাকা করবেন তা কেউ আশা করতে পারেননি।
ছবিটি প্রথম সপ্তাহে আয় করেছিল ৩৮৯.৮৮ কোটি। য গড়েছিল রেকর্ড। প্রথম দিন শুধু ভারতে আয় করেছিল ৭০ কোটির বেশি।
দ্বিতীয় সপ্তাহের শেষে আয় বাড়ে ১৩৬.১ কোটি। ছবির প্রতিদিনের আয় গড়েছে রেকর্ড।
বর্তমানে ছবির আয় দাঁড়িয়েছে ১১০৩.২৭ কোটি। যা গড়েছে রেকর্ড। ছবি আয় পায় করেছে ১০০০ কোটির ঘর।
শাহরুখ অভিনীত এই ছবি হিন্দি তো বটেই সঙ্গে মুক্তি পায় তামিল, তেলুগু ভাষায়ও। সব ভাষাতেই মুক্তি পাওয়া জওয়ান গড়েছে রেকর্ড।
শাহরুখ ছাড়া ছবিতে রয়েছে বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সাইনা মালহোত্রা। ছবিতে সকল তারকার অভিনয় গড়েছে রেকর্ড।
চলতি বছরের শুরুতে মুক্তি পায় শাহরুখ অভিনীত পাঠান। এই ছবিতেও জমিয়ে অ্যাকশন করেছিলেন বাদশা।
পাঠান ছবির পর মুক্তি পর মুক্তি পায় জওয়ান। আর এবার ফের আসছে শাহরুখের নতুন ছবি। মুক্তি পাবে ডঙ্কি।
রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পাবে ডঙ্কি। জওয়ান ছবির সাফল্যের পর এই ছবি দিয়ে বক্স অফিসে আসবেন বাদশা।
২০২৪ সালে মুক্তি পাবে অক্ষয় অভিনীত এই ছয়টি ছবি, দেখে নিন কী কী
অঙ্কিতা থেকে আরমান- এই সকল তারকা আসতে চলেছেন Bigg Boss 17-এ ঘরে
কপিল শর্মা থেকে সলমন- জেনে নিন জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালকদের আয় কত
সিদ্ধার্থ শুক্লা থেকে সোনালী ফোগত- সাত বিগ বস তারকা প্রয়াত হয়েছেন অসময়